শেয়ারবাজারে হাওয়া বদল, লেনদেন ও সূচক ঊর্ধ্বমুখী
ফাইল ছবি
দেশের দুই পুঁজিবাজারেই সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো লেনদেন। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে লেনদেনও। সোমবার (৩ জানুয়ারি) ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৮৮২ দশমিক ৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭৬ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫১ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ২৭ কোটি ৪০ লাখ ৩৯ হাজার ৩৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, দর কমেছে ১৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৩১৪ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৫৭ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০৬টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
টিটি/