এলসি সমস্যা-সমাধানে গভর্নরের সঙ্গে বিএবির বৈঠক
ডলার সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। তাই রমজান মাসের আগেই নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতারা বৈঠক করেছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ১১ ব্যাংকের চেয়ারম্যান এ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, বিএবি-এর নেতারা গভর্নরের কাছে ডলারের সংকটের কারণে এলসি খুলতে পারছেন না। সামনে রমজান আসছে।
ব্যবসায়ীরা যদি এখন এলসি খুলতে না পারে, তাহলে রমজানের নিত্যপ্রয়োজনী পণ্যে আমদানি করা সম্ভব হবে না। ফলে অসাধু ব্যবসায়ীরা পণ্যের ঘাটতি দেখিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে তাদের আসঙ্কা।
তাই এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া, রমজানের নিত্যপ্রযোজনীয় পণ্যের পাশাপাশি শিল্প কাঁচামাল আমদানিতে ডলারের সহযোগিতা চাওয়া হয়েছে।
মেজবাউল হক আরও বলেন, ‘ব্যাংক মালিকদের নেতারা আরও বলেছেন, আমরা সব সময় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেয়েছি। বর্তমান এই সংকটেও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাই।’
এ ব্যাপারে গভর্নর কী বলেছেন জানতে চাইলে মুখপাত্র বলেন, গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এই সংকটে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপশি তাদের ভূমিকা রয়েছে। কীভাবে ডলার সংকট কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারে তাদের নির্দেশনাও দিয়েছেন।
জেডএ/এমএমএ/