ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১১, উদ্ধার ৭ কোটি টাকা

ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় ডিবি পুলিশ সর্বমোট ১১ জন গ্রেপ্তার ও ৭ কোটি ১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে হারুন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। আজ দিবাগত রাতে রাজধানী বনানীর করাইল বস্তি ও নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা এলাকা হতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হৃদয়, মো. মিলন মিয়া ও আকাশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৫৮ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ডাকাতির ঘটনায় গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক এ পর্যন্ত সর্বমোট ৭ কোটি ১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছে এবং এ পর্যন্ত ১১ জন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
