নিরাপত্তা ছাড়াই টাকা পরিবহণ করে মানি প্ল্যান্ট লিংক!
কোনো গার্ড নেই, অস্ত্র নেই এমনকি পুলিশকেও জানানো হয় না আগে থেকে। এভাবেই চলে টাকার পরিবহন। এক বা দুই লাখ নয় দশ-বারো কোটি টাকা। তাও অন্য প্রতিষ্ঠানের টাকা। যার সঙ্গে জড়িত লাখ লাখ গ্রাহক। গাড়ি বোঝাই টাকায় কিন্তু কিছু হলে যেন দায় নেই কারোই।
রবিবার (১২ মার্চ) টাকা পরিবহণে অবহেলার এমনই তথ্য দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। সম্প্রতি ডাচ-বাংলার টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্ত করে এমন আরও অনেক তথ্য জানা গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, ঘটনার দিন গাড়িতে গার্ড-অস্ত্র ছিল না, এমনকি টাকা পরিবহনকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিংক লিমিটেডের লোকজন এই বিষয়টি পুলিশকেও জানায়নি।
ডিবি প্রধান বলেন, ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে? ঘটনার সার্বিক বিষয়ে জানার জন্য আজ সন্ধ্যায় গাড়িতে থাকা মানি প্ল্যান্ট লিংকের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছি আমরা।
হারুন-অর-রশীদ বলেন, প্রতিদিন তাদের চার-পাঁচটা গাড়ি এভাবে নিরাপত্তা ছাড়াই চলাচল করছিল। তাদের দুই-তিন জন গানম্যান আছেন যারা অফিসেই থাকেন। অধিকাংশ সময়ই তারা থানা পুলিশকে অবহিত করেন না।
তিনি বলেন, উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
কেএম/এএস