ডাচ্-বাংলার টাকা ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করেছে পুলিশ

ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় দু’দিন ধরে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিবি) ৬-৭টি দল ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি গ্রুপকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত গ্রুপটি শনাক্ত করা হয়েছে। তাদের প্রায় সবার নাম-পরিচয়ও জানা গেছে। এই ঘটনায় সুনামগঞ্জ থেকে বেশ কয়েকজনকে শনিবার রাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
সূত্র বলছে, এই ঘটনার সঙ্গে যুক্তরা অনেকেই ঢাকার বাইরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। আজ রবিবার সাংবাদিকদের বিস্তারিত এই বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে মানি প্লান্টের একটি গাড়িতে সোয়া ১১ কোটি টাকা সাভার ইপিজেডে ডাচ্-বাংলার বুথে নেওয়া হচ্ছিল। সকাল ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু এলাকায় মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে গাড়িটি থামানো হয়। পরক্ষণে সেই মাইক্রোবাস থেকে ১০-১২ জন নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে ফেলে। তারা সবাইকে মারধর করে টাকাভর্তি চারটি ট্রাঙ্ক ছিনিয়ে নেয়। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। এসময় ওই দলের একজন নিজেকে ডিবির সদস্য বলে পরিচয় দেয়। এ ছাড়া টাকা বহনকারী যানে কোনো অস্ত্রধারী নিরাপত্তারক্ষী ছিল না। এতে তারা ভয় দেখিয়ে ও মারধর করে সহজে বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়।
কেএম
