ফেসবুকে বিভিন্ন পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
সর্বস্ব কুরিয়ার সার্ভিস নামে পেইজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বিভিন্ন পণ্যের চটাকদার বিজ্ঞাপন। আর তাতে অর্ডার করলেই প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। প্রতিদিন এমন বিজ্ঞাপনের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রাহকের কোটি কোটি টাকা। ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা গ্রাহককে ঠকাচ্ছেন এবার তাদের ধরতে অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১১ মার্চ) ডিএমপি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ফেসবুকের একটি পেইজে টিভি বিক্রির বিজ্ঞাপন দেখে কেনার অর্ডার দেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল বাশার। এরপর কুরিয়ার সার্ভিস থেকে জানানো হয় পণ্যটি তাদের কাছে পৌঁছেছে। পরে কুরিয়ার থেকে পণ্য ছাড়ের কথা বলে কৌশলে নেওয়া হয় টিভিতে নির্ধারিত পুরো দাম। তারপর থেকেই লাপাত্তা কথিত বিক্রেতা ও কুরিয়ার সার্ভিস। একইভাবে প্রতারণা করা হয়েছে রিমেল নামের এক ক্যামেরা ক্রেতার সঙ্গে। ফেসবুকের বিভিন্ন সাইটের এ রকম প্রতারণার শিকার এখন হাজারো গ্রাহক।
তিনি আরও বলেন, ফেসবুকে পেইজ খুলে ব্যবসায় আইনের বিধিনিষেধ নেই। তাই নাম সর্বস্ব পেইজে চলছে লোভনীয় বিজ্ঞাপন। আবার এই প্রতারক চক্র ঘরে বসেই চালাচ্ছে একাধিক পেইজ, নাম সর্বস্ব কুরিয়ার সার্ভিস।
এদিকে এ ধরনের প্রতারণা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের পরামর্শ দেন অপরাধ বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান বলেন, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপরাধ বেড়েই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেচাকেনার প্রতারণা বন্ধে গ্রাহক সচেতনতার পাশাপশি প্রয়োজন সঠিক নিবন্ধন ও নজরদারি।
তিনি আরও বলেন, এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আগেভাগে লেনদেন থেকে বিরত থাকলে অনেকটা এ ধরনের প্রতারণা কমে আসবে।
কেএম/এসআইএইচ