স্কুলছাত্র হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১১
একটি অটোবাইক চুরিকে কেন্দ্র করে স্কুলছাত্র আজিজুলকে হত্যা করা হয়। এই হত্যার প্রধান পরিকল্পনাকারী সাকিব ও আরমানসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ মার্চ) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ১০ এর অধিনায়ক ফরিদ উদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন, একটি পক্ষ ইজিবাইক চুরি করতো আরেকটি পক্ষ ইজিবাইকের গঠন ও আকার পরিবর্তন করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেতো। আমরা এই দুই পক্ষের প্রায় সবাইকেই ধরতে পেরেছি। তাদের আরো সদস্য আছে রাজধানীতেই। এই চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি। আশা করি তাদের পেয়েও যাবো।
ফরিদ উদ্দিন বলেন, আমরা প্রথম দিকে জানতে চেষ্টা করেছি। এরা কারা। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টা করেছি। এরপর আমরা আসামিদের ধরতে অভিযান পরিচালনা করি। তারপর তাদের আমরা আইনের আওতায় এনেছি।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাকিব, মো. সজীব, মো. আরমান, মো. আরাফাত, মো. হৃদয়, মো. সাইফুল, মো. সজীব, মো. জিতু, মো. ইব্রাহীম, মো. রায়হান গাজী ও মো. আজিজুর রহমান। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএজেড