হাজিদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১
ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজের উদ্দেশে একত্রিত হয়। এই হজ কার্যক্রমকে ঘিরে নোয়াখালীর চাটখিলসহ দেশের বিভিন্ন স্থানে ভয়ংকর প্রতারণা করে আসছে কয়েকটি চক্র।
এর মধ্যে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর গ্রামের বেপারি বাড়ির শহীদুল্লাহর ছেলে শামসুদ্দিন শামিম অন্যতম।
নিজেকে সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলসসহ (লাইসেন্স নং-১১২৭) একাধিক হজ এজেন্সির মালিক দাবি করে দীর্ঘদিন ধরে নোয়াখালীর চাটখিল এলাকার হজে যেতে ইচ্ছুক সহজ-সরল, ধর্মপ্রাণ মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শামসুদ্দিন শামীম নামের ব্যক্তি।
হাজীদের টাকা আত্মসাৎ করে গতকাল ৬ মার্চ বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। বশির আহমেদ কানন নামের এক ভুক্তভোগীর করা অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী বসির আহমেদ কানন জানান, তার পরিবারের সদস্যদেরকে হজে পাঠানোর কথা বলে ১৪ লক্ষ টাকা দেই এই প্রতারক শামীম। কিন্তু তার পরিবারের সদস্যদের হজে নিতে পারেননি তিনি এবং দীর্ঘদিন ধরে টাকা ফেরত দেবে বলে ঘুরাচ্ছে। গতকাল ৬ মার্চ সকালে তারা খবর পান শামীম পালিয়ে আমেরিকায় চলে যাচ্ছে তখন ইমিগ্রেশন পুলিশের সহযোগিতা নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে রাজধানীর ওয়ারী থানা পুলিশ আটক করে।
আর এক ভুক্তভোগী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের শাহ আলম তফদার জানান, তার এবং তার পরিবারকে হজে নেওয়ার কথা বলে ২০১৭ সালে ৭ লক্ষ টাকা নেন শামীম। পরে হজে নিতে না পারলে ৭ লক্ষ টাকার একটি চেক দেন কিন্তু ওই চেক দিয়ে টাকা তুলতে না পেরে তাদের সন্তান সাইফুল ইসলাম নোয়াখালীর আদালতে মামলা (দায়রা ৪৮৭/১৯) করেন। মামলাটি নোয়াখালীর যুগ্ন-২ দায়রা ও জজ আদালতে বিচারাধীন রয়েছে।
উপজেলার পৌরকোট ইউনিয়নের আব্দুল কাদের জানান তিন বছর পূর্বে তার বোনকে হজে নেওয়ার জন্য তিন লক্ষ টাকা নেয় এই প্রতারক শামীম কিন্তু দীর্ঘ তিন বছর থেকে নানান ধরনের কথা বলে ঘুরাচ্ছে এখন টাকাও ফেরত দিচ্ছে না হজে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না।
উল্লেখ্য, সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১২৭) এর মালিক পরিচয় দিয়ে অফিস খুলে প্রতারণা করার কারণে ট্রাভেলসের মূল মালিক রোজিনা খাতুন টঙ্গি (পূর্ব) থানায় ১৪ ফেব্রুয়ারি ২০১৯ এ সাধারণ জিডি করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল হাসান তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হজ যাত্রীদের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেএম/এমএমএ/