রাজধানীতে অবৈধ ওয়াকিটকি বিক্রয়কারী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল আহমেদ। এ সময় তার হেফাজত থেকে ছয়টি ওয়াকিটকি এবং একটি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়।
র্যাব জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ছয়টি ওয়াকিটকি এবং একটি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছেন।
বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোঁয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব ওয়াকিটকি সেট ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/