শিশু হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২০১১ সালের ২৩ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়ার ৫ বছরের শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মাদারীপুর সদর থানাধীন কুনতিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. আব্দুল মাজেদ। তিনি বগুড়া শাজাহানপুরের চুপিনগর দক্ষিণ পাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১১ সালের ২৩ আগস্ট শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়ার মাহবুবুর রহমানের ৫ বছরের শিশুপুত্র রোমান হোসেন সন্ধ্যা পৌনে ৭টা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মাহবুবের বাবা হযরত আলী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ২৮ আগস্ট তাদের প্রতিবেশী মাজেদকে সন্দেহ হলে গ্রামবাসী তাকে আটক করে। পরে মাজেদ দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিসহ শিশুটিকে অপহরণ করে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার তথ্য দেয়। পুলিশের সহায়তায় সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুবুর রহমান বাদী হয়ে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে বিচারিক কার্যক্রমে গত ১৩ ফেব্রুয়ারি বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আব্দুল খালেক ও আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে আব্দুল খালেক ভারতে পালিয়ে গেছেন। গ্রেপ্তার মো. আব্দুল মাজেদ পলাতক ছিলেন এবং দালালের মাধ্যমে ২/১ দিনের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এমএমএ/