গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলে প্রায় ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা নেই ব্রাজিলের। লাতিন আমেরিকার দুই পরাশক্তির আসছে লড়াইয়ের আগে অবশ্য দারুণ আত্মবিশ্বাসী রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন তারা।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার মাঠে খেলবে ব্রাজিল।
ঐ ম্যাচকে সামনে রেখে রাফিনিয়া বলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ২-০ গোলে। তারপর থেকে চারবারের দেখায় তিনটিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র।
সবশেষ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।
ওই ম্যাচের কথা মনে করে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর সঙ্গে ইউটিউবে আলাপচারিতায় রোববার রাফিনিয়া বলেন, এবার জয়ের হাসিতে মাঠ ছাড়তে চান তারা।
“সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।”
