বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বোট ক্লাবের সভাপতি হলেন নাসির ইউ মাহমুদ
ফাইল ছবি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বোট ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসির ইউ মাহমুদ। প্রতিষ্ঠার ১০ বছর পর এবারই প্রথমবারের মতো ক্লাবটির নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো ।
শনিবার দুপুর আড়াইটায় শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। পরে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে প্রার্থী ছিলেন ২০ জন। মোট ভোটার ছিলো ২ হাজার ৪৮০ জন। ভোট দিয়েছেন এক হাজার ৩৭৯ জন। এই নির্বাচনের আগে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আজিজ।
এদিন, ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদস্যরা। সেখানে ক্লাবটির সাবেক ও বর্তমান সভাপতিসহ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে নানা ধরনের খেলাধুলার আয়োজন থাকবে বলে জানান সদস্যরা। ঢাকা বোট ক্লাবকে দেশসেরা ক্লাব হিসেবে গড়ে তোলা হবে হবে বলেও জানান তারা।
ঢাকা বোট ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল আজিজ বলেন, ‘বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খেলাধুলার ওপরে। আমাদের ৪টি ইনডোর কোট রয়েছে। এছাড়া ১৫ হাজার স্কয়ার ফিটের ওপরের জিম থাকবে। সাথে রেস্ট হাউসসহ অন্যান্য সুজোগ সুবিধা থাকবে এই ভবনে।’
ঢাকা বোট ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসির ইউ মাহমুদ বলেন, ‘সাড়ে ৫ লাখ ফিটের এই ভবনটি হয়ে গেলে আমাদের সদস্যদের সকল চাহিদা পূর্ণ হবে। আর বোট ক্লাব হবে বাংলাদেশের সেরা ক্লাব।’
ঢাকা বোট ক্লাবের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে যারা আহত–নিহত হয়েছেন তাদের স্মৃতি কেউ যেন এই সুন্দর পরিবেশের ক্লাব ধরে রাখতে পারে। পাশাপাশি সুনামের সহিত এই ক্লাবটি যেন চলে সে ব্যাপারে আমাদের সবাত্মক সহযোগিতা থাকবে।’