পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের
পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত
বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা সমাবেশ করে এ দাবি জানায়।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে 'পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করুন' লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্র সমন্বয়কদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট ও ছবি শেয়ার করেছেন। সেসব পোস্টের কমেন্টে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফেরার দাবির সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন। এ ছাড়াও কমেন্টে অনেকেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিনিয়ত নিজস্ব মতামত ইউটিউব এবং ফেসবুকে শেয়ার জন্যেও অনেকে তার প্রশংসা করেছেন।
পিনাকী ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। এসব কারণে তার নামে একাধিক মামলাও রয়েছে।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক। তার জন্ম ১৯৬৭ সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। বাংলাদেশে "ভারত খেদাও" আন্দোলন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে সরব ছিলেন এই ব্লগার।