বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কম্পোজিট ফিল্ম সিটিতে পরিণত হবে, এমন ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিএফডিসিতে তার প্রথম অফিসিয়াল সফরের সময় এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, "এফডিসিতে মন্ত্রণালয়ের অধিভুক্ত বেশ কিছু দপ্তর রয়েছে এবং এখানে অনেক সুযোগ-সুবিধা আছে। ঢাকার কেন্দ্রস্থলে এমন একটি বিশাল জায়গায় ফিল্ম সিটি তৈরি করা হলে, তা দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন দিশা দিতে পারে। এখানে শুটিং, এডিটিং, ডাবিংসহ সমস্ত কাজ একসঙ্গে করা যাবে। আমি বিশ্বাস করি, আমার দায়িত্বের মধ্যে এই কাজটি বাস্তবায়ন সম্ভব হবে।"

এফডিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার পর উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "এফডিসি নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক এবং শিল্পীরা সহজে তাদের কাজ করতে পারবেন। একসাথে সবকিছু সম্পন্ন করার সুযোগ থাকলে, ভালো মানের চলচ্চিত্র নির্মাণে আরও সহায়ক হবে।"
এফডিসির উন্নতির জন্য একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, পাশাপাশি কবিরপুরে আরেকটি ফিল্ম সিটি প্রকল্পও চলছে। মাহফুজ আলম আশা প্রকাশ করেন যে, এসব প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।

এফডিসি পরিদর্শন শেষে উপদেষ্টা শিল্পী সমিতি ও পরিচালক সমিতি অফিসে গিয়ে সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া নায়ক নাঈম, অভিনয়শিল্পী আলীরাজ, সুব্রত, রুমানা ইসলাম মুক্তি, শিবা শানু প্রমুখ উপস্থিত ছিলেন।