মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ; দাবি বেতন ও দ্রব্যমূল্যবৃদ্ধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করে পোশাক শ্রমিকরা। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আন্দোলনরতরা মিরপুর ৬ নম্বর এলাকায় সকাল ১১টার দিকে ৫-৬টি বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর করে বিক্ষোভকারীরা। দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে মিরপুর ৬ নম্বর এলাকায় ৪টি বাস ভাঙচুর করা হয়।
এ ছাড়া শিয়ালবাড়ী মোড় ও রূপনগর আবাসিক এলাকা থেকেও ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের সরাতে লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
এদিকে সড়ক আটকে বিক্ষোভের কারণে সকাল থেকেই মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। যে কারণে সারা ঢাকাতে যানজট তৈরি হয়।
কাফরুল থানা ও মিরপুর থানার ওসি বলেন, আজ রোববার সকাল ৮টা থেকে পোশাককর্মীরা বেগম রোকেয়া সরণিসহ মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর ও ১৪ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। আরেকটি গ্রুপ জড়ো হয় মিরপুর ১১ নম্বর এলাকায়। এ সময় ১০ ও ১১ নম্বর এলাকা এবং কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকায় বেশ কিছু দোকানপাট ভাঙচুর চালায় বলে আমরা অভিযোগ পায়।
তারা আরও বলেন, এরপর শ্রমিকরা দুপুর আড়াইটার দিকে মিরপুর ১১ নম্বর ও ইনডোর স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ অব্যাহত রাখে এবং পরে তারা পুলিশের উপর হামলা করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন।
কেএম