কবি মাহবুব তালুকদার ছিলেন অনন্য সাধারণ মানুষ
কবি মাহবুব তালুকদার নেই, এটি আকস্মিক এক কঠিন সত্য। এই সত্য মেনে নেওয়া আমার জন্য কঠিন। তিনি ছিলেন আমাদের সাহিত্য জগতের এক অনন্য সাধারণ মানুষ। তার মৃত্যু আমাদের শোক মিছিলে আরও একটি বড় মাত্রা যুক্ত করল। তিনি তাঁর লেখনির মাধ্যমে যে কবিতার জগত গড়েছিলেন সেটি আমাদের সাহিত্য জগতের একটি অনন্য সাধারণ দিক।
এই কবিতার মানুষকে হারিয়ে আমরা যেন একদম বাকহীন স্তব্ধ মানুষে পরিণত হলাম। আমার বিশ্বাস হচ্ছে না তিনি নেই। খুবই আকস্মিক তাঁর এই চলে যাওয়া। তাঁর চলে যাওয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদেরও বুঝি সময় ঘনিয়ে আসছে। সময় বেশি বাকি নেই বুঝি। একে একে আমরা হারিয়েছি আমাদের অগ্রজ বন্ধু প্রতিম অনেক সুধীজনদের।এই সকল শূন্যতা পূরণ হবে না, হবার নয়।
তিনি সরকারের একজন আমলা ছিলেন। বিভিন্ন পেশার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি নির্বাচন কমিশনারের একজন সম্মানিত কমিশনার ছিলেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তিনি একজন ধীর স্থির প্রচার বিমুখ মানুষ ছিলেন। তার লেখায় তাঁর প্রতি শ্রদ্ধা।
আমরা তাকে মনে করব, গভীর শ্রদ্ধায়। তাকে স্মরণে রেখে আমরা তার সাহিত্য জগত বিশেষ করে তাঁর কবিতার জগতকে আমাদের পাঠকের সামনে তুলে রাখব। তিনি তাঁর কাজে শিক্ষায় ও সততায় আমাদের মাঝে বেঁচে থাকবেন সেই আশাবাদ একইসঙ্গে আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। অনন্তে ভাল থাকুন তিনি।
লেখক: বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক