বইমেলার চালচিত্র
শনিবারেও বিপুল সমাগম, মাস্ক পরাতে অভিযান-জরিমানা
পঞ্চম দিনে জমজমাট অমর একুশে বইমেলা। মেলা শুরুর পর প্রথম ছুটির দিন শুক্রবারে যে বিপুল জনসমাগম ঘটেছিল দ্বিতীয় ছুটির দিনেও তার রেশ রয়েছে। লেখক-পাঠক-দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে।
আজ শনিবারও (১৯ ফেব্রুয়ারি) মেলার দ্বার খুলে সকাল ১১টায়। সূর্যতাপ বাড়তে থাকায় সকালের দিকে জনসমাগম কিছুটা কম ছিল। কিন্তু পড়ন্ত বেলায় ক্রমশ বাড়তে থাকে জনসমাগম। বিকাল ৫টার দিকে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন মেলায়। তরুণ-তরুণীরা এসেছেন দলবেঁধে। তারা মেলা প্রাঙ্গণে ঘুরেফিরে আড্ডায় মাতিয়ে তুলেন।
অনেকেরই সাজসজ্জায় ছিল বসন্তের আমেজ। খোঁপায় বাঁধানো ছিল গাধা আর বনফুলের মালা।
অনেকেই ছুটেছেন নতুন বইয়ের খোঁজে। ফলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলে ভিড় পরিলক্ষিত হয়েছে।
মাস্ক পরাতে অভিযান, জরিমানা
করোনা মহামারির সময়ে আয়োজিত বাংলা একাডেমির বইমেলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। মেলার প্রবেশপথে মাস্ক পরে এলেও মেলা প্রাঙ্গণে এসে অনেকেই মুখে মাস্ক রাখছেন না। মাস্ক থাকলেও কারও মাস্ক ঝুলছিল থুতনিতে, কারো বা গলায়। প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলেও বিক্রয়কর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাই মাস্ক পরছেন না।
বইমেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের জারিমানাও করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। তিনি জানান, মানুষকে সচেতন করতেই এ অভিযান। ছুটির দিন হওয়ায় সন্তানদের নিয়ে বইমেলায় অনেকেই আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বইমেলায় প্রবেশের সময় মাস্ক পরেই ঢুকছেন। তবে ভেতরে ঢোকার পরে কেউ কেউ মাস্ক খুলে পকেটে রাখছেন। এ কারণে স্বাস্থ্যঝুকি বাড়ছে। তাই এই অভিযান চালানো হয়েছে।
বইমেলার অভিযানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ছয়জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
এপি/