আবদুল্লাহ আবু সায়ীদের তিন বই
মেলায় আসছে আবদুল্লাহ আবু সায়ীদ-এর তিনটি বই। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বই তিনটি হলো, ‘তিন ফুলের ঝাড়’, ‘উপস্থিত সু্ধীবৃন্দ’ এবং ‘প্রত্যাবর্তনহীন’।
অমর একুশে বইমেলা উপলক্ষে ঢাকাপ্রকাশ থেকে যোগাযোগ করা হলে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের কোভিড পরবর্তী মেলা নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, মেলার সময়সীমা বৃদ্ধি হলে লেখক পাঠক সমাগম বাড়বে। পাঠকেরা আরও অধিক সংখ্যক বইয়ের সঙ্গে পরিচিত হবেন। বিক্রেতারা ক্ষতি পুষিয়ে একটু হলেও লাভবান হবেন। ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগসমূহে পূর্ব থেকেই উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দিকটি তুলে ধরে মেলায় আগত সকলকে সচেতন হবার আহ্বান জানান।
তিনি মেলায় আসবেন কিনা জানতে চাইলে স্বভাবসুলভ কৌতুক করে বলেন, মেলায় ভিড় ও সেলফি বিড়ম্বনার অভিজ্ঞতা রোমাঞ্চকর হলেও বয়সের দিকটিও খেয়াল রাখতে হয়। মন সাড়া দিলেও শরীর অনেকসময় সমর্থন করে না। তবে এবারের বইমেলা সার্বিকভাবেই সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের মেলায় তাঁর কোন বই আসছে কি না জানতে চাইলে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেন, এবার মেলা উপলক্ষে তাঁর তিনটি বই প্রকাশিত হচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বই তিনটি হলো, ‘তিন ফুলের ঝাড়’, ‘উপস্থিত সু্ধীবৃন্দ’ এবং ‘প্রত্যাবর্তনহীন’ এবং আরও একটি বই লেখার কাজ প্রক্রিয়াধীন। সেটিরও শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।