শুধু ছোটদের নয় বড়দেরও বইটি পড়া উচিত : জাফর ইকবাল
পূর্ণাঙ্গ হলো গ্রাফিক নভেল ‘মুজিব’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প নিয়ে সাজানো গ্রাফিক নভেল ‘মুজিব’ পূর্ণাঙ্গ রূপ পেল। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া তথ্যগুলো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বইগুলোতে।
নবম ও দশম পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ হলো গ্রাফিক নভেল ‘মুজিব’-এর প্রকাশনা। দশ পর্ব এক সঙ্গে পাওয়া যাবে বইমেলায়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত গ্রাফিক নভেল মুজিবের মাধ্যমে শৈশব থেকে বঙ্গবন্ধুর বেড়ে উঠা, নিজ দেশ, জাতির প্রতি তার দায়িত্ববোধ, নিষ্ঠা ও নেতৃত্ব ফুটে উঠেছে এই কমিক বইটির প্রতিটি পাতায়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির নবম ও দশম পর্বের উন্মোচন করেন প্রখ্যাত লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও কথাসাহিত্যিক আনিসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাফিক নভেলের শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং সম্পাদক শিবু কুমার শীল।
মোড়ক উন্মোচনের আগে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বঙ্গবন্ধুকে এই দেশ থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা যদি অনেক বড় অপরাধ হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টাটা তার থেকে অনেক বড় অপরাধ। যে মানুষটা দেশটাকে নিয়ে এসেছে আমাদের জন্য সেই দেশ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য যখনই বঙ্গবন্ধুর জন্য কোন কাজ হয়, আমি সেটার পেছনে থাকি এবং সেটার সাফাল্য কামনা করি। যত কাজ হওয়া সম্ভব সেই কাজগুলো করতে হবে। এই দেশে প্রজন্মের পর প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে না জেনে বড় হয়েছে। শুধু গত কয়েক বছর ধরে সবাই বঙ্গবন্ধুর কথা আবার বলতে শুরু করেছি।’
বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অনেক ভাল লেখক। তিনি (বঙ্গবন্ধু) এত সুন্দর করে লিখতে পারেন না পড়লে বোঝা যাবে না। আমি আশা করব সব বাচ্চারা বইগুলো পড়ুক। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী লেখাটাকে গ্রাফিক নভেলে ট্রান্সফার করা হয়েছে। বাচ্চাদের জন্যই এটা করা। দশটা খণ্ড এক সঙ্গে পাওয়া যাচ্ছে। আমি মনে করি সব বাবা-মা’র উচিত বাচ্চাদের বই পড়ানোর অভ্যাসটা করা। একবার বই পড়াতে পারলে সারা জীবনের জন্য ভালো।’
পাঠকদের উদ্দেশে তিনি বলেন, ‘পৃথিবীতে দুই রকমের মানুষ। এক হচ্ছে বই পড়ে আর এক হচ্ছে বই পড়ে না। যারা বই পড়ে না ওরা পুরোপুরি মানুষ না। যারা বই পড়ে ওরা হলো পুরোপুরি মানুষ। তাই সবাইকে বলব তোমরা পুরোপুরি মানুষ হও। বই পড়। ঘুমানোর আগেও একটা বই পড়। বই মেলায় শুধু প্রকাশকরা বই বিক্রি করবে বিষয়টা তা-না এই বই মেলা একটা উৎসব, মেলার মতো। এখানে যারা আসে সবাই বই পড়ে না কিন্তু অনেকে বই উল্টে পাল্টে দেখে এটাও একটা উৎসব। সেই উৎসবে অংশ নেওয়ার জন্য সব বাবা মাকে মেলায় আসা উচিত। আমি ছোট্ট বাচ্চাদের জন্য লিখি।’ ছোটদের জন্য এবারও একটা বই লিখেছেন বলে জানান।
জাফর ইকবাল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যে লোকটা দেশ স্বাধীন করলেন তাকে নিয়ে কথা বলার সুযোগ ছিল না ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিছুটা কাজ শুরু হয়। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে অসমাপ্ত আত্মজীবনী পড়া দরকার। বঙ্গবন্ধু সম্পর্কে অনেকে অনেক কিছু বলেন। বঙ্গবন্ধু যে একজন ভালো লেখক ছিলেন এ কথা কেউ বলেন না। বঙ্গবন্ধু অনেক বড় মাপের লেখক ছিলেন।’
তিনি বলেন, আমাদের একটা প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে না জেনে বড় হয়েছে। তাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এই যে ১০টি খণ্ড একত্রিত করে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হলো এটা ছোট্ট বাচ্চাদের জানার জন্য অনেক সহায়ক হবে। শুধু ছোটরা না বড়রাও বইটি দেখতে পারেন।
আনিসুল হক বলেন, ‘মুজিব গ্রাফিক নভেল-এর নবম এবং দশ পর্ব বেরিয়ে গেল। নতুন প্রজন্ম গ্রাফিক নভেল পড়ে, তারা কমিক্স পড়ে। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ প্রতিটি বাঙালির অবশ্য পাঠ্য। শিশু কিশোরদের জন্য সিআরআই দশ খণ্ডে মুজিব গ্রাফিক নভেল বের করল। এই ১০ টি নভেল মুজিব প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, যেন আমাদের সব শিশু পাঠ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।’
সিআরআইয়ের জনপ্রিয় প্রকাশনা গ্রাফিক নভেল ‘মুজিব’ পাওয়া যাচ্ছে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ৭৩৫-৭৩৬ নম্বর স্টলে। এ ছাড়াও বইটি মিলবে ‘বাতিঘর’ প্রকাশনীর স্টলে।
প্রতিটি পর্বের দাম ১০০ টাকা। দশ পর্বের এক সেট বইয়ের দাম ৯০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়; দশ পর্বে এক সেটের দাম ৭৫০টাকা।
এসএম/আরএ/এপি