টিপু রেজার প্রথম কবিতার বই, ‘মেঘলা পাখি’
‘মেঘলা পাখি/তোমার একটা স্বপ্ন ছিল আমার কাছে/আগলে রেখে/যত্নে রেখে/স্বপ্নটাকে ছুঁয়ে, ছুঁয়ে/বেশ তো ছিলাম,/ভালোই ছিলাম,/স্বপ্নটাকে ফিরিয়ে নিলে!’-খুব সুন্দর এই কবিতাটি লিখেছেন একজন কবি। নাম টিপু রেজা। তার এমন কবিতাগুলো পেতে অমর একুশে বইমেলার ২৮ নম্বর প্যাভিলিয়নে ঢুঁ মারতে পারেন। পাবেন আস্ত একটি কবিতার বই।
প্রথম বইটি লিখেছেন কবি টিপু রেজা। নাম-‘মেঘলা পাখি’। ১শ ১২ পাতার বইয়ের দাম সাড়ে তিনশ। তবে বইমেলা, রকমারিসহ সবখানে পাওয়া যাবে ২৫ শতাংশ কম দামে।
বইটি নিয়ে কবি বলেছেন, “আমার নিজের সঙ্গে নিজের কথা বলার কবিতার বই-মেঘলা পাখি’।” আরো জানিয়েছেন, ‘মোট শতটি কবিতা আছে বইটিতে। ভেতরের কথাগুলোকে কবিতা হিসেবে প্রকাশ করেছি।’ ফলে ওগুলো আরোপিত না হয়ে কবিতা হয়ে প্রকাশিত হয়েছে, জানিয়েছেন পাঠক ও ভক্তরা। তাতে তারা কবিতার দোলায় দুলেছেন, আরাম পাচ্ছেন ও নিজের একান্ত সময়ে চলে গিয়েছেন মেঘলা পাখি’র কবিতাগুলো পড়তে, পড়তে।
একটি কবিতা তুলে দেই-‘তোর সাথে আর হয় না দেখা/কেমনে হবে?/তোর তো এখন ঘর হয়েছে/বর হয়েছে/কিশোর প্রেমের সেই ছেলেটা পর হয়েছে!/মন পুড়েছে/ ও রে, আমার মন পুড়েছে।/ছাইগুলো তার উড়ে উড়ে/মাঠ পেরিয়ে/ঘাট পেরিয়ে/তোর বাগানে সার হয়েছে/ফুল ফুটেছে।’ ফলে এই কবিতাগুলো সব কখন যেন আমাদের সবার হয়ে যায়। নস্টালজিক হয়ে পড়ি আবার আমাদের ভেতরে ভালোবাসার হাহাকার তোলে।
একটি কবিতার কথা বলি-প্রতি রাতেই আমি ভীষণরকম পাল্টে যাই/দিনের আমাকে হারিয়ে ফেলি এবং/ভিতরে জেগে ওঠে অন্য এক আমি!/আর সব স্বাভাবিক মানুষের মতোই আমিও/রাতে ঘুমিয়ে থাকি,/নাক ডাকি;/পাশ ফিরি.../তবুও কি ঘুমিয়েই থাকি?/ধীরে, ধীরে আমার ভিতরটা দখল করে নেয় ভয়ঙ্কর এক জাগরী,/ এবং তার ছোঁয়াতে আমি পরিবর্তিত হয়ে যাই!’ ফলে বোধ, ভালোবাসা, নিরেট কবিতার মতো তার কবিতাগুলো আমাদের আবিষ্ট করে খুঁজে পাওয়া জাদু বাস্তবতায়।
ওএস/