পুরোপুরি মানুষ হতে বই পড়ুন
বইমেলায় মুহম্মদ জাফর ইকবাল

অমর একুশে বইমেলার পঞ্চম দিনে মেলায় এলেন জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মেলা প্রাঙ্গণে আসেন।
বইমেলায় প্রিয় লেখককে পেয়ে আনন্দে মেতে উঠেন তাঁর ভক্ত-পাঠক, ক্ষুদে বই পড়ুয়ারা।
বাংলা একাডেমি প্রাঙ্গণে সিআরআইয়ের স্টলের সামনে প্রিয় লেখককে ঘিরে শিশু-কিশোরদের ভিড় জমে যায়। বই হাতে ক্ষুদে পাঠকদের কেনা বইয়ে অটোগ্রাফ ও তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলার সুযোগ দেন এ লেখক।
এ সময় তিনি, শিশু কিশোরদের পরোপুরি মানুষ হতে বই পড়ার পরামর্শ দেন।
ভক্ত ও পাঠকদের উদ্দেশে মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। যারা বই পড়েছে আর যারা বই পড়েনি। আসলে যারা বই পড়ে না তারা পুরো মানুষ না। তাই আমি বলব পুরোপুরি মানুষ হতে বই পড়ুন।’
অনেকে সেলফি তুলছেন, কেউ বা নিজের সন্তানকে সামনে দিয়ে নিজের মোবাইলে ফোনে লেখক জাফর ইকবালের সঙ্গে থাকার স্মৃতি ধারণ করে নিচ্ছেন।
এসএম/এসএন/এপি
