বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী উদ্বোধন
দৃক পিকচার লাইব্রেরির আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো কনটেষ্ট ২০২২-এর নির্বাচিত আলোকচিত্র নিয়ে দৃক গ্যালারিতে শুরু হলো প্রদর্শনী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এই প্রথমবারের মত দৃক বাংলাদেশের প্রেস ফটোগ্রাফারদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা সেই সব সাহসী নারী ও পুরুষের কীর্তিগাথাকে উদযাপন করে, যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করেন। দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী গত এক বছরে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজগুলোকে নির্বাচিত করে আলোকচিত্রীদের কাজকে জনসম্মুখে তুলে ধরেন।
গত বছরের বাছাইকৃত ছবিগুলোর মধ্য থেকে দ্যা ডেইলি স্টার-এর সিনিয়র ফটোসাংবাদিক এমরান হোসেন-এর ছবি পিকচার অফ দ্যা ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছে। পলিটিক্স ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাকিরুল মাজেদ, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম এ বিজয়ী হয়েছেন দৈনিক মানব জমিন-এর জীবন আহমেদ এবং আর্টস কালচার ও স্পোর্টস থেকে বিজয়ী হয়েছেন নিউ এইজ-এর ফটোসাংবাদিক সৌরভ লস্কর।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। প্রতিযোগিতার জুরিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক-ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ ও ঢাকা ট্রিবিউন-এর প্রধান ফটোসাংবাদিক সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক-সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন কিউরেটর তানজীম ওয়াহাব এবং ওয়ার্ল্ড প্রেস ফটো এর এক্সিকিউটিভ ডিরেক্টর জুমানা এল জেইন খৌরি।
সারাদেশ থেকে ২৯১ জন ফটোসাংবাদিকের জমা দেয়া এক হাজার ৪০৩টি ছবি থেকে বাছাইকৃত ৩৪ টি ছবি দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে স্থান পেয়েছে ২৯ জন ফটোসাংবাদিকের কাজ।
দৃক গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা, আগামী ২ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এপি/