নতুন বই
তৃতীয় দিনে নতুন বই ৪১
অমর একুশে বইমেলার তৃতীয় দিন বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছে ৪১টি।
এর মধ্যে রয়েছে গল্প ৩টি, উপন্যাস ১টি, প্রবন্ধ ১টি, কবিতা ১৫টি, গবেষণা ৪টি, ছড়া ৪টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধবিষয়ক ২টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি ও বঙ্গবন্ধু বিষয়ক ৩টি।
প্রকাশিত বইয়ের মধ্যে আনোয়ারা সৈয়দ হক-এর কিশোর জীবনীগ্রন্থ ‘ছোটদের বঙ্গমাতা’ প্রকাশ করেছে বাংলা একাডেমি।
কিংবদন্তী পাবলিকেশন মেলায় এনেছে ড. জালাল ফিরোজ-এর গবেষণা ‘পার্লামেন্ট কীভাবে কাজ করে : বাংলাদেশের অভিজ্ঞতা’।
ড. মিজানুর রহমান-এর গবেষণা ‘বাতুল থেকে বাউল’ এনেছে রোদেলা প্রকাশনী।
দন্ত্যস রওশন-এর মুক্তিযুদ্ধবিষয়ক ‘নোটুর একটি রাইফেল’ বের করেছে স্বপ্ন ’৭১।
শ্যামসুন্দর শিকদার-এর কবিতার বই ‘যুদ্ধ আসে যুদ্ধ যায়’ এনেছে জনপ্রিয় প্রকাশনী।
গোলাম নবী পান্না-এর ছড়াগল্প ‘মাছরাঙা ও মিনি’ বের করেছে পঙ্খিরাজ।
আগামী প্রকাশনী মেলা এনেছে ১০টি নতুন বই। ডেভিড ফ্রস্ট, আর্চার ব্লাড, সাইমন ড্রিং-এর বঙ্গবন্ধুবিষয়ক লেখার সংকলন ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ’, হাসনাত আবদুল হাই-এর শিল্পকলাবিষয়ক ‘সবার জন্য নন্দনতত্ত্ব’, ড. মোহাম্মদ হাননান-এর ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ’, ওয়াহিদ রহমান-এর ‘বঙ্গ থেকে বঙ্গবন্ধু-বাঙালির ধর্ম ও দর্শন’, ডালিয়া দাস-এর কবিতার বই ‘স্বপ্ন পদ্ম’, ড. নেহাল করিম সম্পাদিত ‘আহমদ শরীফ শতবর্ষ স্মারকগ্রন্থ’ সৈয়দ খিজির হায়াত-এর কবিতার বই ‘কথা কয় হৃদয়বীণা’, ড. মোহাম্মদ হাননান-এর ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ’, আনোয়ারা সৈয়দ হক-এর প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গমাতা ও দুই কন্যার কথা’ এবং মুহাম্মদ আসিফ ইকবাল-এর উপন্যাস ‘তুমি সেই প্রিয় মুখ’।
উত্তরণ মেলায় এনেছে ২টি বই। শাহ্জাহান মানিক-এর বিজ্ঞানীদের জীবনী ‘মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান’ ও সৌমেন সাহা-এর ‘আইনস্টাইন ও আধুনিক পদার্থবিজ্ঞান’।
অনুপম প্রকাশনী মেলায় এনেছে ৩টি নতুন বই। ভবেশ রায়-এর ‘ছড়া-কবিতা সমগ্র’, দীন মোহাম্মদ খান-এর আত্মজীবনী ‘বেলা শেষের রোদ’ ও সুব্রত বড়ুয়া-এর ‘আনিসুজ্জামান জীবনলতা’।
বেহুলা বাংলা মেলায় এনেছে ১২ নতুন বই। বাবুল চৌধুরী-এর কবিতার বই ‘চন্দ্রবিন্দু ও মৃত মেঘের মমি’, নিলুফা পারভীন-এর কবিতার বই ‘অপেক্ষার প্রান্তে’, জাকারিয়া জাহাঙ্গীর-এর প্রবন্ধ ‘বাইরে ভাইরাস ভেতরে ক্ষুধা’, গাজী হানিফ-এর কবিতার বই ‘আমার রক্তে মাংসে স্বাধীনতা বিরোধী নেই’, শাকিল আহমেদ মুন-এর গবেষণাগ্রন্থ ‘মোগল ফকিরের জীবনকথা’, মাসুম মাহমুদ-এর ছোটগল্প ‘এইসব চন্দ্রমল্লিকা’, হাশিম কিয়াম-এর কবিতার বই ‘নীল ডায়েরীর নোনতা পাতা’, আলতাফ হোসেন-এর কবিতার বই ‘যমুনা আমার চোখের জল’, সোহরাব পাশা-এর কবিতার বই ‘নিদ্রিত পাখির গান’, সুরঞ্জন রায় সম্পাদিত কবিতার বই ‘তর্জনীর পঙ্ক্তিমালা’ ও ‘ছড়া ও পটচিত্রে বঙ্গবন্ধু’ এবং মোহীত উল আলম-এর ছোটগল্প ‘বিকেল মাতোয়ারা’।
সপ্তবর্ণ মেলায় প্রকাশ করেছে মোহাম্মদ আবদুল হালিম-এর ভ্রমণবিষয়ক ‘সুদান মিশনে মুজিববর্ষ’।
উৎস প্রকাশন মেলায় এনেছে মোস্তফা সেলিম সম্পাদিত ‘শাহবাজপুর হাইস্কুলের সুবর্ণস্মৃতি’ ও সেখ নাসির আহমেদ-এর কবিতার বই ‘নিথর শূন্যতা’।
ইসরাত জাহান-এর কাব্যগ্রন্থ ‘নির্জনে’ ও মো. আফতাব আলীর ছোটগল্প ‘মেঘের আড়ালে বসবাস’ বের করছে সরলরেখা প্রকাশনা সংস্থা।
কবিতাচর্চা মেলায় এনেছে ৩টি নতুন বই।
আমিরুল হাছান ও সাইন সরকার সম্পাদিত ‘স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ’, মোল্যা রেজাউল করিম-এর কবিতার বই ‘অনুভবে অনুক্ষণ’ এবং আমিরুল হাছান-এর কবিতার বই ‘বিলুপ্ত করো বিলাপ’।
এপি/