বইমেলার চালচিত্র
জনসমাগম বাড়ছে, শুক্রবার দ্বার খুলবে ১১টায়
বইমেলায় ছুটির দিনের অপেক্ষায় থাকেন প্রকাশকরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার জমে ওঠে মেলা। পাঠক দর্শনার্থীরা ছুটে আসেন ছুটির আমেজে। আড্ডা জমাতে আসেন লেখক-প্রকাশকরাও।
এবারের মেলার প্রথম ছুটির দিন চতুর্থ দিনে আছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার দ্বার খুলবে সকাল ১১টায়। বিরতিহীনভাবে চলবে রাত ৯টা পর্যন্ত।
মেলায় আগতদের জন্য নতুন বই তো রয়েছেই, শুক্রবারে রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণের মূল অনুষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যান অংশের মঞ্চে রয়েছে লেখকের মুখোমুখি অনুষ্ঠান। নতুন বই সংগ্রহের পাশাপাশি এ সব অনুষ্ঠানও উপভোগ করা যেতে পারে।
অনাান্য বছর বইমেলায় ছুটির দিনের সকাল বেলা শিশু-কিশোরদের জন্য বাংলা একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতো। এ কারণে বইমেলায় সকাল বেলাকে শিশু-প্রহর হিসেবে গণ্য করা হতো। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার কোনো প্রতিযোগিতা কিংবা শিশু প্রহরের আয়োজন রাখা হয়নি।
বৃহস্পতিবারের মেলা
বইমেলায় তৃতীয় দিনটি ছিল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। ছুটির দিনের আগের দিন। মেলায় বইপ্রেমীদের তুমুল উপস্থিতি আর উচ্ছ্বাসমুখ উপস্থিতি দেখে যে কেউ ভাবতে পারেন ছুটির দিন এসে গেল কিনা।
বেলা ২টায় বইমেলার প্রবেশ খুলে দেওয়ার পর একে একে বাড়তে থাকে জনসমাগম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় জনসমাগম বৃদ্ধি পেয়েছে।
সন্ধ্যার দিকে বইপ্রেমীদের উপস্থিতি প্রকাশকদের মনে আশাবাদ জাগিয়েছে।
এপি/