মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নওগাঁয় সবজি বদলে জিরা চাষে কৃষক পেয়েছে বিকল্প পথ!

মসলাজাতীয় ফসল জিরা। ছবি: ঢাকাপ্রকাশ

একসময় গ্রামের মাঠজুড়ে দেখা যেত সবজি ক্ষেত। এখন সেই মাঠে চোখে পড়ে মসলাজাতীয় ফসলের ক্ষেত। এই ফসলের চাষেই চমক দেখিয়েছেন নওগাঁর রানীনগর উপজেলার শিয়ালা গ্রামের কৃষক জহরুল ইসলাম।

জিরা মসলাজাতীয় ফসল। দেশে জিরার চাহিদার পুরোটায় আমদানি নির্ভর। আর সেই মূল্যেবান জিরা চাষ শুরু করেছেন কৃষক জহরুল ইসলাম। এই গ্রামের তার এই পরীক্ষামূলক জিরা চাষ দেখে আগ্রহ বাড়ছে স্থানীয় অন্য কৃষকদেরও। এই অঞ্চলে মসলা ফসল জিরা চাষে কৃষক পাবে বিকল্প পথ! এমনটাই আশা।

প্রাচীনকাল থেকেই রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয়ে আসছে। জিরা শুধু মশলা নয়, বহু রকমের বিশেষ ঔষধি গুণ সম্পন্ন। এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় তা নয়, শরীরের নানা সমস্যা সমাধানে জিরার জুড়িমেলা ভার।

জানা যায়- কৃষক জহুরুল ইসলাম বিভিন্ন সময় দেশী-বিদেশী সবজি চাষ করে থাকেন। বাজারে জিরার দাম বেশি হওযায় তিনি জিরা চাষে উদ্বুদ্ধ হন। এরপর অনলাইনে এর চাষাবাদ প্রদ্ধতি দেখতে শুরু করেন। অনেক চেষ্টা করে অনলাইনে মাধ্যমে ভারত থেকে প্রায় ১ হাজার টাকা খরচ করে ৫০০ গ্রাম জিরা বীজ সংগ্রহ করেন। এরপর স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ৯ শতক জমিতে এই জিরা বীজ রোপণ করেন। বর্তমানে জহুরুলের জিরা গাছে ফুল ও জিরা আসতে শুরু করেছে। তিনি পরীক্ষামূলক জিরা চাষে অনেকটা সফল হওয়ায় স্থানীয় কৃষদের মধ্যেও জিরা চাষে আগ্রহ বাড়ছে।

কৃষক জহুরুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, প্রথমে বীজ সংগ্রহের পর পানিতে ৩০টি জিরা বীজ ভিজে টিস্যুর মধ্যে রেখে পরীক্ষা করি, কি পরিমান গাছ গজাবে। পরে ৩০টির মধ্যে ২৫টি গাছ উঠে গেছে। তখন ৯ শতক জমি হালচাষ ও সার ছিটিয়ে বীজ রোপন করি। বীজ রোপনের ৮ থেকে ১০ দিনের মধ্যে জিরা গাছ উঠতে শুরু করে। পরে বৃষ্টির কারনে কিছু গাছ নষ্ট হয়ে যায়। বাকি গাছগুলো ভালো করে যত্ন নেয়া শুরু করি।

তিনি আরও বলেন, যেভাবে সরিষার চাষ করা হয় একই রকমভাবে জিরা চাষ করেছি। এরইমধ্যে গাছে ফুল ও জিরা ধরতে শুরু করেছে। গাছে যতগুলো ফুল; ততগুলোই জিরা ধরছে। হিসেব করে দেখছি যেভাবে জিরা ধরছে তাতে ৯ শতক জমি থেকে ২০ থেকে ২২ কেজি জিরা পাওয়া যাবে। বাজারে জিরার দাম ভালো থাকায় যার বাজার মূল্যে ২০ থেকে ২৫ হাজার টাকা। তাতে জিরা চাষ একটি লাভজনক ফসল মনে হয়েছে। তবে জিরা চাষ শীতকালে ভালো হয়। বীজ বপণের ৩ থেকে সাড়ে তিন মাস সময় লাগে জিরা ঘরে উঠতে। এবছর পরীক্ষামূলকভাবে জিরা চাষ সফল দাবি করে আগামীতে আরও বড় পরিসরে জিরা চাষাবাদের পরিকল্পনা করছেন বলে জানান তিনি।

স্থানীয় তানজিব হোসাইন নামে এ যুবক ঢাকাপ্রকাশকে জানান, জহরুল ভাই নতুন ফসল জিরা চাষ করেছেন। জিরা চাষ ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। প্রথম হলেও খুব সুন্দর তার জিরার গাছ হয়েছে। বাজারে জিরার দাম ভালো রয়েছে। চিন্তা করছি তার দেখাদেখি আমরাও জিরা চাষ করবো এবং জিরা চাষ করে লাভবান হওযার সম্ভাবনা আছে।

স্থানীয় আরেক কৃষক মোফাজ্জল হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, আমাদের এই এলাকায় জিরা চাষ প্রথম হিসেবে মোটামুটি গাছ ভালোই হয়েছে জহুরুলের। শুনলাম তার এই জমিতে ২ হাজার টাকা খরচ হয়েছে আর পাবে ২০ থেকে ২৫ হাজার টাকা মতো। কৃষি বিভাগ থেকে সহযোগিতা করলে আমরাও জিরা চাষ করবো।

এ বিষয়ে রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক ঢাকাপ্রকাশকে বলেন, জহুরুল ইসলাম উদ্যোগী একজন কৃষক। তিনি নতুন ফসল হিসেবে জিরা পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তার জিরা চাষ কৃষি বিভাগ সার্বক্ষনিক নজরে রেখেছে। আমরা শেষ পর্যন্ত এটার ফলন কেমন হয় সেটা দেখবো। তিনি জিরা চাষে সফল হলে উঠান বৈঠক, সভা, সেমিনার করে অন্য কৃষকদের জিরা চাষে উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করতে হয়। জিরা মসলা এখনও বাংলাদেশ আমদানি নির্ভর। তাই এই জিরা চাষে সফল হলে কৃষিতে বানিজ্যকরন ও জিরা উৎপাদন করে আমদানির পরিমাণ কমানো সম্ভব বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।

Header Ad
Header Ad

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

জাহিদুল ইসলাম পারভেজ (বামে) এবং হৃদয় মিয়াজি। ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজিকে গ্রেফতার করেছে র‍্যাব। হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান। র‍্যাব জানায়, পারভেজ হত্যা মামলায় হৃদয় ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, রোববার রাতে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে এই মামলার আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। যদিও তাদের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না এবং তারা কেউই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঘটনার বিবরণ অনুযায়ী, পারভেজ বিশ্ববিদ্যালয়ের গলিতে সিঙ্গাড়া খেতে গিয়েছিলেন। সেখানে দুজন ছাত্রী ছিলেন, যাদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন—এমন অভিযোগ তোলে ওই ছাত্রীদের পক্ষ। এরপরই তারা তাদের পরিচিতদের ফোন করে ডেকে আনেন। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয়।

তবে পরিস্থিতি মীমাংসার পরও ঘটনার জেরে হাজারীপাড়া এলাকার কয়েকজন যুবককে ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় দৌড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছানোর আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।

মামলার অন্য আসামিরা হলেন: মেহরাজ ইসলাম, আবুজর গিফারী পিয়াস, মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, রিফাত, আলী ও ফাহিম। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে সোবহান ও হৃদয়—দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা ইউনিটের নেতা হিসেবে পরিচিত। সোবহান যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।

Header Ad
Header Ad

সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সংস্কারের নামে নাটক না করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করুন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, “বর্তমান সরকার বলছে, ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালিয়েছে। কিন্তু বাস্তবতা হলো—এটা বিএনপির ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের ফসল। গণবিস্ফোরণেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে যারা ‘সংস্কারের’ কথা বলে নির্বাচন বিলম্ব করছেন, তাদের স্মরণ করিয়ে দিই—আমাদের নেতা তারেক রহমান সেই সংস্কার বহু আগেই ৩১ দফার মধ্যে তুলে ধরেছেন। তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন।”

বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো দেশে গণতন্ত্র থাকতে পারে না। এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন। আজও আমাদের আন্দোলন থেমে নেই। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে।”

কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

বিকেলে ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

Header Ad
Header Ad

সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল

ড. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

নিয়োগ ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা ড. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’

গত ১৭ এপ্রিল এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরে এ নিয়ে অনলাইন এবং অফলাইনে তাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছায় নিয়োগ পেয়েছেন তিনি।

আমিনুলকে উপদেষ্টা নিয়োগের অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।

বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে তিনি কর্মরত আছেন। ২০২৩ সালে তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারি বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। এছাড়াও চলতি বছরেও বইমেলায় প্রকাশিত দুইটি বই ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ৩০০ যাত্রী
সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অবশেষে খুঁজে পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার