মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২১০ কোটি টাকার সার কিনছে সরকার

ফাইল ছবি

কাতার ও দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ২০৯ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা দিয়ে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে কাতার থেকে ৩০ হাজার টন এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে খরচ হবে ১০৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার কিনবে।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে মোট খরচ হবে ১০৪ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৩৭৫ টাকা। কাফকোর সারও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের মাধ্যমে কেনা হবে।

Header Ad
Header Ad

বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। তবে এ সুখবরটি সামনে এসেছে তার বিবাহবার্ষিকীতে বিশেষ একটি পোস্টের মাধ্যমে। মঙ্গলবার (২২ এপ্রিল) অমি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন, যেখানে স্পষ্ট দেখা যায় তার স্ত্রীর বেবিবাম্প।

ছবির ক্যাপশনে অমি লেখেন, “৯ বছর একসাথে”—এই ছোট্ট বাক্যেই যেন লুকিয়ে আছে তাদের দীর্ঘ পথচলার গল্প এবং নতুন জীবনের সূচনা। ছবিটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ৭০ হাজারেরও বেশি মানুষ এতে রিঅ্যাক্ট করেছেন এবং মন্তব্যে জানাচ্ছেন শুভ কামনা, অভিনন্দন ও দোয়া।

অমি বলেন, "আলহামদুলিল্লাহ, আমরা একসঙ্গে ৯ বছর কাটিয়ে ফেলেছি। আমাদের প্রথম সন্তান আসছে। এখনো জানি না ছেলে হবে না মেয়ে—ইচ্ছেও করিনি জানতে। শুধু চাই, আমার সন্তান সুস্থভাবে জন্মাক, আর আমার ওয়াইফ সুস্থ থাকুক। দোয়া করবেন সবাই।”

প্রথমবার বাবা হতে যাওয়ার অনুভূতি নিয়ে তিনি বলেন, "এই ফিলিংসটা একেবারেই নতুন। এখনো পুরোপুরি বুঝতে পারছি না। ওয়াইফকে এমন অবস্থায় আগে কখনো দেখিনি। তার প্রতি আমার মায়া যেন আরও বেড়ে গেছে।”

এদিকে পেশাগত দিক থেকেও ভক্তদের জন্য সুখবর দিয়েছেন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজন নিয়ে। দুই বছর বিরতির পর নাটকটির পঞ্চম সিজনের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সম্প্রতি অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে। এতে জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

Header Ad
Header Ad

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

জাহিদুল ইসলাম পারভেজ (বামে) এবং হৃদয় মিয়াজি। ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজিকে গ্রেফতার করেছে র‍্যাব। হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান। র‍্যাব জানায়, পারভেজ হত্যা মামলায় হৃদয় ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, রোববার রাতে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে এই মামলার আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। যদিও তাদের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না এবং তারা কেউই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঘটনার বিবরণ অনুযায়ী, পারভেজ বিশ্ববিদ্যালয়ের গলিতে সিঙ্গাড়া খেতে গিয়েছিলেন। সেখানে দুজন ছাত্রী ছিলেন, যাদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন—এমন অভিযোগ তোলে ওই ছাত্রীদের পক্ষ। এরপরই তারা তাদের পরিচিতদের ফোন করে ডেকে আনেন। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয়।

তবে পরিস্থিতি মীমাংসার পরও ঘটনার জেরে হাজারীপাড়া এলাকার কয়েকজন যুবককে ডেকে এনে পারভেজের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় দৌড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছানোর আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।

মামলার অন্য আসামিরা হলেন: মেহরাজ ইসলাম, আবুজর গিফারী পিয়াস, মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, রিফাত, আলী ও ফাহিম। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে সোবহান ও হৃদয়—দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা ইউনিটের নেতা হিসেবে পরিচিত। সোবহান যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন।

Header Ad
Header Ad

সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সংস্কারের নামে নাটক না করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করুন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, “বর্তমান সরকার বলছে, ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালিয়েছে। কিন্তু বাস্তবতা হলো—এটা বিএনপির ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের ফসল। গণবিস্ফোরণেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে যারা ‘সংস্কারের’ কথা বলে নির্বাচন বিলম্ব করছেন, তাদের স্মরণ করিয়ে দিই—আমাদের নেতা তারেক রহমান সেই সংস্কার বহু আগেই ৩১ দফার মধ্যে তুলে ধরেছেন। তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন।”

বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো দেশে গণতন্ত্র থাকতে পারে না। এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন। আজও আমাদের আন্দোলন থেমে নেই। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে।”

কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

বিকেলে ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ৩০০ যাত্রী
সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার