গোপনে বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার। ছবি: সংগৃহীত
অবশেষে প্রেম পেল পরিণয়—দীর্ঘদিনের ভালোবাসাকে ঘিরে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও তার দীর্ঘদিনের বান্ধবী, চিত্রনাট্যকার ও অভিনেত্রী ডিলান মেয়ার। আলোচনার বাইরে, মিডিয়ার কোলাহল থেকে দূরে—খুবই ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের নিয়ে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তারা সেরে ফেলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অধ্যায়।
বিয়ের জন্য ইস্টার সানডেকে (২০ এপ্রিল) বেছে নেন এই দম্পতি। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যলেখক ও অভিনেত্রী। বিয়ের বিশেষ দিনের জন্য এই দম্পতি বেছে নিয়েছিলেন সাদা-সোনালী রঙকে। ক্রিস্টেন স্টুয়ার্টের পরনে ছিল সোনালী-আইভরি রঙয়ের কোট-স্কার্ট আর ডিলান পরেছিলেন সাদা-সোনালী টপ-স্কার্ট।
ভারতীয় বিনোদন ও ফ্যাশন দুনিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পিংকভিলা বলছে, মঙ্গলবারই (১৫ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে নিজেদের বিয়ের লাইসেন্স সংগ্রহ করেছিলেন তারা, আর তারপরেই ‘সারপ্রাইজ ওয়েডিং’ এর খবর আসে।
২০১৩ সালে এক সিনেমার শুটিং সেটে পরিচয় ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। তবে ২০১৯ সালের আগে পর্যন্ত তারা শুধুই বন্ধু ছিলেন। ২০২১ সালে তাদের বাগদান হয়, ডিলানই নাকি হাঁটুগেড়ে বসে তাকে প্রপোজ করেছিলেন, দ্য হাওয়ার্ড স্টার্ন শোতে এসে এমনটাই জানিয়েছিলেন স্টুয়ার্ট। আর রোলিং স্টোন ম্যাগাজিনে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট জানিয়েছিলেন, তিনি এবং ডিলান তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। তখন থেকেই টোয়ালাইট তারকার ফ্যানদের আগ্রহ ছিল, কবে বিয়ে করছেন স্টুয়ার্ট।
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ওই সিরিজের নায়ক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সিরিজ চলাকালেই ভালোবাসার সম্পর্কে জড়ান তিনি। তাদের অফস্ক্রিন ও অনস্ক্রিন রোমান্স অনেকদিন দর্শকদের চর্চার বিষয় ছিল। তবে লাখো ভক্তের হৃদয় ভেঙে ২০১৩ সালে বিচ্ছেন ঘোষণা করেন তারা।
প্রসঙ্গত, টোয়াইলাইট ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের সুবাদে বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও তাঁর অভিনীত সিনেমার মধ্যে ‘প্যানিক রুম’, ‘জাথুরা’, ‘ইন দ্য ল্যান্ড অব উইমেন’, ‘দ্য মেসেঞ্জার’, ‘অ্যাডভেঞ্চারল্যান্ড’, ‘দ্য রানওয়েজ’ প্রভৃতি উল্লেখযোগ্য।
