ফলন ভালো, প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষক
ভালো দামের আশায় এ বছরে ব্যাপকহারে ভুট্টার আবাদ করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। কিন্তু ফলন ভালো হলেও দামে অসন্তুষ্ট চাষিরা। তবে ভুট্টার দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত বছর আলুতে চাষে লাভবান না হওয়ায় কৃষকরা এবার আলু ও গমের আবাদ কমিয়ে ভু্ট্টা আবাদ করেছেন। তবে ভু্ট্টার আশানুরূপ ফলন হলেও পরিশ্রমের দিক থেকে সঠিক দাম পাচ্ছেন না। তাই দাম বৃদ্ধির দাবি কৃষকদের। প্রখর রোদে ও তীব্র দাবদাহে মাঠ থেকে ফসল সংগ্রহ, মাড়াই ও শুকানোর কাজে চরম ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের তথ্য মতে, জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার হেক্টর থাকলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩৮ হাজার ৬০ হেক্টর জমিতে। এর মধ্যে মাঠ থেকে প্রায় ৫০ শতাংশ ভুট্টা কাটা হয়েছে। হেক্টর প্রতি ১১ থেকে ১৪ টন পর্যন্ত ফলন হচ্ছে।
৫০ শতকের দুই একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করছেন সদর উপজেলার বেলতলা এলাকার কৃষক আলম। তিনি বলেন, এবার ভুট্টার ফলন ভালো হয়েছে কিন্তু গতবারের মতো দাম পাচ্ছি না। গত বছরের তুলনায় এবার তো সব কিছুর দাম বেশি। বর্তমানে দিনে একজন দিন মজুরকে ৬০০ টাকা দিয়েও পাওয়া যায় না। এ ছাড়া জ্বালানি তেল, হাল, কীটনাশকের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। কিন্তু তার পরেও এবার ভুট্টার দাম কম। ২২০০ টাকা না হলেও অন্তত ২ হাজার টাকা বস্তা হলেও কিছুটা লাভ হতো।
আরাজি পাইকপাড়া গ্রামের ভুট্টা চাষি এনামুল হক বলেন, গত বছর বস্তা প্রতি কাঁচা ভুট্টার দাম পেয়েছিলাম ২১০০-২২০০ টাকা। তাই গতবারের মতো এবারও ভালো দাম পাওয়ার আশায় বেশি করে ভুট্টা করেছিলাম কিন্তু এবার আমি দাম পেয়েছি মাত্র ১৩০০-১৪০০ টাকা। এবার আমার ভুট্টা ফলন হয়েছে ৫০ শতকের এক বিঘা জমিতে ৮০ মণ করে। ফলন ভালো হলেও ভালো দাম পাইনি।
পীরগঞ্জ উপজেলার চিলাছাপা এলাকার আরিফ বলেন, ‘গতবারের মতো এবারও দাম পাওয়ার আশায় আমরা ভুট্টার আবাদ করেছি। এতে ফলনও হয়েছে ভালো। কিন্তু আমরা সঠিক দাম পাচ্ছি না। কাঁচা ভুট্টা প্রতি বস্তা বিক্রি করেছি ১৪৫০ টাকা। এই দামে কৃষকের লাভ হচ্ছে খুবই স্বল্প। আবার পরিশ্রমের তুলনায় লাভ তো হয় না লোকসানেই বলা চলে।
তবে ঠাকুরগাঁওয়ের ভুট্টা ব্যবসায়ী পজিরুল ইসলাম, পেজগার আলী ও আনিসুর রহমান ঢাকাপ্রকাশ-কে জানান, বর্তমানে কাঁচা ভুট্টা ৮০ কেজির বস্তা ১৫০০ থেকে ১৭০০ ও শুকনা ভুট্টা প্রতি কেজি ২৩ থেকে ২৫ টাকা দরে বিক্রয় করছেন। তবে এর থেকেও দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শুকনা ভুট্টার দাম ৩০ টাকা কেজি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানান তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, এবার ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কৃষকরা বর্তমানে যা দাম পাচ্ছেন তা তুলনামূলকভাবে কম হলেও লাভজনক। তবে কৃষকরা যদি ভুট্টা ধরে রাখতে পারে তাহলে ৯০০ থেকে ১ হাজার টাকা মণ পেতে পারেন।
এসএন