সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস সিকৃবিতে
২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের প্রধান ফটকগুলো প্রদক্ষিণ করে।
এ সময় জঙ্গীবাদ ও বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গী সংগঠনগুলোর নির্মম সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাখা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন।
আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, “সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদ ছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। আপনারা ঐ জামায়াত-বিএনপি, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জঙ্গীবাদীসহ সকল কুলাঙ্গারদের দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা রাজপথে থাকবেন। কুলাঙ্গারদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিটি নেতা, কর্মী বিএনপি-জামায়াত ও জঙ্গীদের রুখতে সবসময় কঠোর ভূমিকায় থাকবে।”
সিকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমাদুল হোসেন বলেছেন, ‘মুন্সীগঞ্জ বাদে বাকি ৬৩টি জেলায় বিএনপি-জামায়াতের মদদপুষ্ট কুলাঙ্গার জঙ্গীরা ১২শ কোটি টাকা খরচ করে সিরিজ বোমা হামলা করেছিল। দেশরত্ন শেখ হাসিনা যখনই এই বাংলাদেশকে এগিয়ে নিতে যান, জামায়াত-শিবিরের মদদপুষ্ট জঙ্গীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়।’
‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ একরে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা হবে না।’
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জেএমবি সিরিজ বোমা হামলা হয়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন, সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
ওএফএস।