তিন মাসে অ্যাপলের আয় ১০ লাখ কোটি টাকা
নতুন বছরের প্রথম তিন মাসের (প্রথম কোয়ার্টার) বিক্রয়ের হিসাব দিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট অ্যাপল। ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাপলের আয় ৯৪ দশমিক ৮ বিলিয়ন ডলার (১০ লাখ ৯ হাজার ৪৮৪ কোটি টাকা), যা গেল বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় মাত্র ৩ শতাংশ কম। ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাপলের আয় ছিল ৯৭ দশমিক ২ বিলিয়ন ডলার (১০ লাখ ৩৫ হাজার ৪১ কোটি টাকা)। অ্যাপলের এই আয় বাজার বিশ্লেষকদের ধারণাকেও পিছনে ফেলে দিয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তর কুপারটিনো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যাপল জানিয়েছে, গত বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় এ বছরের প্রথম কোয়ার্টারে ম্যাক (কম্পিউটার ও ল্যাপটপ) এবং আইপ্যাডের বিক্রয় কম হওয়ায় আয় তুলনামূলক কম হয়েছে। তবে একই সঙ্গে আইফোন বিক্রয় থেকে আয় এসেছে ৫১ দশমিক ৩ বিলিয়ন ডলার (৫ লাখ ৪৬ হাজার ২৭১ কোটি টাকা) যা ২ শতাংশ বেশি।
ভারত, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো ক্রমবর্ধমান বাজার গুলোর কারণে এ আয় দ্বিগুন হওয়ার আশা প্রকাশ করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
টিম কুক বলেছেন, আমরা মূল্যবোধের সাথে নেতৃত্ব দিতে এবং ২০৩০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ পণ্য এবং সরবরাহ চেইন নির্মাণে বড় অগ্রগতি করতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ অব্যাহত রেখেছি।
২০২২ সালের হিসাব অনুসারে বর্তমানে অ্যাপলের মোট রাজস্বের পরিমাণ ৩৮৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার (৪১ লাখ ২৬ হাজার ৬৪০ কোটি টাকা)। ২০২৩ সালের প্রথম কোয়ার্টারের আয়ের হিসাব অনুসারে বাৎসরিক মোট আয়ে বড় ধরনের উত্থান ঘটতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।
অ্যাপল জানিয়েছে, বর্তমানে তাদের পরিসেবা গুলোতে অর্থের বিনিময়ে সেবা নিচ্ছেন ৯৭৫ মিলিয়ন (৯৭ কোটি ৫০ হাজার) গ্রাহক। এর বাইরে সক্রিয় ডিভাইসের সংখ্যা ২ বিলিয়নেরও (২০০ কোটি) বেশি।
/এএস