এআই ব্যবহার করলে চাকরি খোয়াবেন স্যামসাং কর্মীরা
কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত টুলস চ্যাট জিপিটি, গুগল বারড (এআই চ্যাটবট) ব্যবহারে কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট স্যামসাং। নীতিমালা লঙ্ঘন করলে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছে স্যামসাং।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে কর্মীরা অভ্যন্তরীণ স্পর্শকাতর কোড চ্যাট জিপিটিতে আপ্লোড করার দরুণ এই নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে স্যামসাং।
সম্প্রতি স্যামসাংয়ের সবচেয়ে বড় বিভাগের কর্মীরা ওপেন এআই এর চ্যাট-বট চ্যাট জিপিটি এর সার্ভারে স্যামসাংয়ের গোপনীয় কিছু কোড আপ্লোড করে দেয়। এর পরই একটি অভ্যন্তরীণ মেমোতে কর্মীদের প্রতি নতুন নীতিমালা ঘোষণা করে স্যামসাং।
নতুন এ নীতিমালায় কোম্পানি মালিকানাধীন ফোন, কম্পিউটার, ট্যাবলেট একইসঙ্গে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত জেনারেটিভ টুলস ব্যবহার না করতে কর্মীদের নির্দেশ দিয়েছে স্যামসাং। এমনকি কর্মীদের ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমেও চ্যাট জিপিটি বা অনুরূপ পরিসেবায় কোম্পানির তথ্য প্রকাশ না করতে বলা হয়েছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে স্যামসাং যুক্তি দিয়েছে, 'কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত প্ল্যাটফরমগুলো কিছু তথ্য সংরক্ষণ করতে বাহ্যিক সার্ভার ব্যবহার করে যা সুরক্ষিত করা বা মুছে ফেলা বেশ কঠিন হবে।'
গোপনীয়তা রক্ষার্থে এআই জেনারেটিভ টুলস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হাই-প্রোফাইল কোম্পানিগুলোর মধ্যে স্যামসাং এখন পর্যন্ত সর্বশেষ প্রতিষ্ঠান। এর আগে জে পি মরগান, ব্যাংক অব আমেরিকা এবং সিটিগ্রুপ একই উদ্বেগ থেকে তাদের কর্মীদের চ্যাট জিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছিল।
অবশ্য ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে নথি অনুবাদ ও সংক্ষিপ্তকরণ এবং সফটওয়্যার উন্নয়ন কার্যক্রমের বিকাশের জন্য স্যামসাং নিজস্ব এআই ব্যবস্থা নিয়ে কাজ করছে।
তবে স্যামসাংয়ের এই নিষেধাজ্ঞা কেবল তার কর্মীদের জন্য প্রযোজ্য, সেটাও কোম্পানি সম্পর্কিত গোপন তথ্য বিষয়ে। এর বাইরে স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ এআই জেনারেটিভ টুলস ব্যবহার করতে কোনো বাধা নেই।
প্রকৃত অর্থে মাইক্রোসফটের বিং এআই এখন সুইফট-কি কিবোর্ডের মাধ্যমে স্যামসাং স্মার্টফোনে আনুষ্ঠানিকভাবেই ব্যবহার করা যাচ্ছে। এই কিবোর্ড ব্যবহারকারীরা কিবোর্ডের সার্চ ট্যাবেই বিং এআই এর চ্যাটবটকে পেয়ে যাবেন।
/এএস