ইবিংয়ের হাত ধরে টেনিসে প্রথম শিরোপা জিতল চীন
ইতিহাস গড়লেন উ ইবিং। তার হাত ধরে টেনিসে প্রথম শিরোপা জিতল চীন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডালাস ওপেনের ফাইনালে জন ইসনারের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন ইবিং। শিরোপা জয়ে ইতিহাস গড়া চাইনিজ ম্যান এটিপি র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন।
তিন ঘণ্টার সামান্য কিছু কম সময়ে এটিপি ট্যুর শিরোপা জয় নিশ্চিত করেন ইবিং। আমেরিকান প্রতিপক্ষকে ৬-৭ (৪/৭), ৭-৬ (৭/৩), ৭-৬ (১৪-১২) গেমে হারিয়েছিলেন তিনি। আজ হালনাগাদের পর র্যাঙ্কিংয়ের ৫৮ নাম্বারে উঠবেন ইবিং, যা এটিপি ইতিহাসে কোনো চাইনিজ প্লেয়ারের সেরা র্যাঙ্কিং হবে।
২০১৯ সালের মার্চ থেকে ২০২২ এর জানুয়ারি পর্যন্ত অসংখ্য আঘাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ইবিং। কোর্টে ফিরতেই ক্যারিয়ারে প্রথমবার ট্যুর-লেভেল ফাইনাল নিশ্চিত করেছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। শিরোপা লড়াইয়ে উঠার মিশনে আমেরিকান শীর্ষ বাছাই টেইলর ফ্রির্টজে এবং কানাডার তৃতীয় বাছাই ডেনিস শাপোভালোভকে হারান তিনি।
ইবিংয়ের আগে, কোনো চাইনিজ ম্যান পেশাদার যুগে ট্যুর-লেভেল ফাইনালে পৌঁছাতে পারেনি বা র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা প্রতিপক্ষকে হারাতে পারেনি। ট্রফি বুঝে নেওয়ার পর ইবিং বলেছেন, ‘আমি এখানে অমার দেশের এবং বাড়ির হয়ে ইতিহাস তৈরি করেছি।’
ইবিং যোগ করেন, ‘আমি নিজেকে নিয়ে খুব গর্বিত এবং বিশেষ করে ভক্তদের ও আমার দলকে ধন্যবাদ যারা এখানে আমাকে সমর্থন করতে এসেছেন। আপনাদের কাউকে ছাড়া আমি এটা করতে পারতাম না।’
এসজি