মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

'গে অ্যাক্টিভিস্ট' অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবিঃ সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা সমকামী অ্যাকভিস্টের (গে অ্যাক্টিভিস্ট) অভিযোগ নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

আজ মঙ্গলবার (০৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ডা. তাসনিম জারা। তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো:

রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে আমি ব্র্যাকের সাথে এই কাজ করি। আমি এ বিষয়ে সত্যটা তুলে ধরবো। যাতে কোনটা সত্য আর কোনটা তাদের বানানো গল্প সেটা আপনি নিজেই ধরতে পারেন।

ব্র্যাকের সাথে SRHR নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও আমি তৈরি করেছি। এই তিনটি ভিডিওই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেয়া আছে এক বছরের ও বেশী সময় যাবত। লক্ষ লক্ষ মানুষ ভিডিওগুলো দেখেছেন। হাজার হাজার মানুষ কমেন্ট করে জানিয়েছেন ভিডিও থেকে তারা উপকার পেয়েছেন। প্রতিটা ভিডিওতে ব্র্যাকের নাম ও লোগো খুব স্পষ্টভাবে দেয়া আছে - কোন লুকোছাপা নেই।

ভিডিওগুলোর বিষয়বস্তু আমি তুলে ধরছি এবং সাথে লিঙ্ক ও দিয়ে দিচ্ছি - আপনি নিজেও চেক করে নিবেন।

ক) প্রথম ভিডিওর বিষয়বস্তু ছিলো অনিয়মিত মাসিক বোঝার উপায় কী এবং মাসিক অনিয়মিত হলে করণীয় কী? মেয়েদের মাসিক প্রতিমাসে নির্দিষ্ট বিরতিতে হয় না, এটা স্বাভাবিক। তবে এই তথ্য না জানার কারণে অনেকে দুশ্চিন্তায় থাকেন। এই ধারণা দূর করা ও কী হলে ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানানোই ছিলো ভিডিওটার মুল বিষয়বস্তু। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)

খ) স্বপ্নদোষ হলে অনেকে দুশ্চিন্তা করেন যে তাদের শরীর দুর্বল হয়ে যায়। আবার কতবার স্বপ্ন দোষ হওয়া স্বাভাবিক তা নিয়েও অনেকের দুশ্চিন্তা করেন। এটা নিয়ে ছিলো দ্বিতীয় ভিডিও। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)

গ) তৃতীয় ভিডিওটা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি দুশ্চিন্তা দূর করার কিছু প্রমাণিত টেকনিক শিখিয়েছি। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)

এই তিনটা ভিডিওর কমেন্ট পড়লে দেখবেন কত মানুষের উপকার হয়েছে। এই কাজকে যারা গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী সেটা তাদের নাম-পরিচয় ও আগের পোস্ট গুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।

উল্লেখ্য, ব্র্যাকের সাথে এটা আমার এক মাত্র কাজ না। ব্র্যাকের সাথে আমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় সংক্রান্ত একটা প্রোজেক্টে কাজ করেছি। করোনা কালীন সময়েও কাজ করেছি।

Header Ad
Header Ad

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে ট্রেন থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিরামপুর পৌরশহরের দেবীপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাগর ইসলাম(২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তিনগর গ্রামের মোঃ সাহেরুল ইসলামের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আমির হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাচ্ছিল। নিহত যুবকের প্যান্টের পকেট থেকে  একটি মুঠোফোন পাওয়া যায়। সেই মুঠোফোন থেকে পাওয়া নাম্বারে কথা বললে নিহত যুবকের স্ত্রী সিমু আক্তার জানান, অভাব অনটনের সংসারে বেশ কয়েকদিন থেকে তার স্বামী  হতাশায় ভুগছিলেন। আজকে ১২টা পর্যন্ত বাসায় ছিল। তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তার কাছে ২০০ টাকা ছিল, তা নিয়ে ঢাকায় যেতে চাচ্ছিল।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা। রেলের জায়গায় হওয়ায় জিআরপি থানা পুলিশ বিষয়টি দেখবেন।

Header Ad
Header Ad

রাশেদকে সমন্বয়ক হিসেবে নয়, যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে: রাবি উপাচার্য

রাশেদ রাজন (বামে) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চারজনকে অ্যাডহক ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হয়েছে জনসংযোগ দপ্তরে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম (রাশেদ রাজন) নিযুক্ত হয়েছেন। তার নিয়োগকে কেন্দ্র করে কিছু বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ তোলেন এবং তার অপসারণ দাবি করেন।

তবে এ বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, এই নিয়োগে কোনো আইনের ব্যত্যয় ঘটানো হয়নি। যারা এটা নিয়ে আলোচনা করছেন, তারা ডাহা মিথ্যা কথা বলছেন। এখানে কোনো কোটার প্রশ্ন নেই, কোনো সমন্বয়কের প্রশ্ন নেই। আমরা তাদের একটা দায়িত্ব দিয়েছি। সেটা তারা পালন করতে পারলে থাকবে, না পারলে থাকবে না।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে নিজ কার্যালয়ে উপাচার্য সাংবাদিকদের এসব কথা বলেন।

অধ্যাপক সালেহ হাসান নকীব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়োজন মনে করলে অর্ডিন্যান্সের ভেতরে পরিষ্কার আছে যে তিনি ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে পারেন। এ নিয়োগের বৈধতা নিয়ে যারা প্রশ্ন তুলবে, তারা হয় লেখাপড়া জানে না অথবা না জেনে কথা বলছে। কাজেই এ বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই।

তিনি বলেন, আরেকটা বিষয় পরিষ্কার করি, এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক ভিত্তিতে শতাধিক লোক কাজ করছে। এটা একেবারে রুটিন ব্যাপার। কে কীভাবে কী করেছে, সে দায়-দায়িত্ব আমার নয়। আমি যে সময়টায় আছি, এ ছয় মাসের সময়ে স্বচ্ছতার বাইরে কোনোভাবে অ্যাডহক নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে অধ্যাপক নকীব উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে দুইজন, মেডিকেল সেন্টার ও জনসংযোগ অফিসে একজন করে মোট চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

অ্যাডহক নিয়োগের বিষয়ে উপাচার্য জানান, চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন অনুযায়ী একজন চক্ষু চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আইসিটি সেন্টারের নতুন পরিচালক যোগ দিয়েছেন, ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করে একটি টিম গঠন করা হয়েছে, যেখানে দুজনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাডহক নিয়োগ স্থায়ী নয়; পারফরম্যান্স বিবেচনায় পরবর্তীতে স্থায়ী করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবে। আইসিটি সেন্টারে নিয়োগ পাওয়া দুজন সম্পর্কে উপাচার্যের কোনো পূর্বপরিচয় নেই; পরিচালকই তাদের দক্ষ মনে করে নিয়োগ দিয়েছেন। তবে না জেনে যে নয়েজ সৃষ্টি করা হয়েছে, সেটি অনভিপ্রেত।

রাশেদ রাজনের বিষয়ে তিনি বলেন, তার বিষয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটা ডাহা মিথ্যা কথা। তাকে সমন্বয়ক হিসেবে নয়, যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে। স্বচ্ছ চিন্তা ও যোগাযোগ দক্ষতার অভাবে এ ধরনের প্রশ্ন উঠছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন রয়েছে, কিন্তু প্রচার-প্রসার কম। তাই দ্রুত একজনকে বাছাই করা হয়েছে, যদিও আরও অনেক যোগ্য ব্যক্তি থাকতে পারেন। নবনিযুক্ত ব্যক্তি যোগ্যতা প্রমাণ করতে পারলে থাকবেন, না হলে নয়। এতে কোনো নিয়োগ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেনি এবং এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী হয়েছে। আমাদের দুইশোর বেশি অ্যাডহক নিয়োগ রয়েছে, এখন আমি প্রশ্ন রাখতে চাই— এই তিন-চারটি নিয়ে এত ভয়ংকর উত্তেজনা কেন?

সর্বশেষে উপাচার্য বলেন, এখানে কোনো কোটার প্রশ্ন নেই, কোনো সমন্বয়কের প্রশ্ন নেই। আমরা তাদের একটা দায়িত্ব দিয়েছি। সেটা তারা পালন করতে পারলে, আমরা ঠিক কাজ করেছি। পালন না করতে পারলে, আমাদের কাজ ঠিক হয়নি।

Header Ad
Header Ad

স্ত্রী ও সন্তানসহ ১৭ মার্চ বাংলাদেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী

স্ত্রী ও সন্তানসহ ফুটবলার হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আগামী ১৭ মার্চ সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তিনি বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এবং ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের আসন্ন ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন।

জানা গেছে, ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে আসবেন হামজা। হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকা আসবেন।

মঙ্গলবার (৪ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও জাতীয় দল কমিটির সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠকে হামজার আগমন সম্পর্কে এই তথ্য নিশ্চিত করা হয়।

বাফুফে কর্মকর্তারা জানান, হামজার আগমন নিয়ে তারা বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। হামজা তার পরিবারসহ সিলেটে আসার পরিকল্পনা করেছেন, যেহেতু তার পৈতৃক নিবাস হবিগঞ্জে। ইংল্যান্ড থেকে সিলেট আসার জন্য তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ১৭ মার্চ সকালেই পৌঁছাবেন।

হামজাকে বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে বাফুফে এবং তার সাথে স্ত্রী ও সন্তানও আসবেন বলে জানা গেছে। হামজার সিলেটে আগমনের পর বাফুফে তার নিরাপত্তা এবং বরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবে।

এদিকে, বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আগামীকাল সৌদি আরব রওনা হবে। সেখানে ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে ফুটবলাররা দেশে ফিরবেন। সৌদি আরবে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে, যার মধ্যে সুদানের সঙ্গে একটি ম্যাচ হতে পারে। বাংলাদেশ দল তায়েফে ক্যাম্প করবে এবং বাফুফে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সঙ্গে মাঠ এবং হোটেল বিষয়ক কাজ করছে।

আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাফুফে সভাপতি, কোচ এবং ম্যানেজারের সাথে আজ দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ভারত ম্যাচের জন্য দলকে উৎসাহিত করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাশেদকে সমন্বয়ক হিসেবে নয়, যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে: রাবি উপাচার্য
স্ত্রী ও সন্তানসহ ১৭ মার্চ বাংলাদেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী
অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় সালমানের পরিবর্তে আল্লু অর্জুন!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল
‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ভাইরাল হওয়া যুবদল নেতা বহিষ্কার
চোরাচালান ও জালিয়াতি করে ১৩৩ কোটি টাকা আয় করেছেন সাদিক অ্যাগ্রোর ইমরান: সিআইডি
সারা দেশে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার
নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৫
চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ
'গে অ্যাক্টিভিস্ট' অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা  
বিএনপি ক্ষমতায় গেলে সবাই মিলে দেশ পরিচালনা করা হবে: এ্যানী
টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজি চালক
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয়
সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন!
৬৭ কোটি টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশী
মব নিয়ে কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা