মুশফিককে নিয়ে ভেতরের কথা এখনই নয়: মাহমুদউল্লাহ
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ
ঘরের মাঠে বাংলাদেশ সত্যিকারের ‘বাঘ’। দূর অতীতে না হলেও ঘটমান অতীত তাই বলে। টি-টোয়েনিট বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে আতিথ্য দিয়ে চরমভাবে নাজেহাল করে ছাড়ে।
সিরিজ জিতেছিল যথাক্রমে ৪-১ ও ৩-২ ব্যবধানে। যদিও বিশ্বকপে গিয়ে সেই সাফল্যর কোন কিছুই বিন্দুমাত্র দৃশ্যমান ছিল না। সর্বত্র ছিল ব্যর্থতার ছড়াছাড়ি। উল্টো বাংলাদেশের কাছে বাজে ভেবে হেরে সিরিজ খুইয়ে যাওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই খেলে ফাইনালে। চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলতে বাংলাদেশ এবার বেছে নিয়েছে পাকিস্তানকে। আতিথ্য দেবে পাকিস্তানকে। যে পাকিস্তান আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল অপ্রতিরোধ্য। যদিও সেমিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের অগ্রযাত্রা থেমে গিয়েছিল। আসরে তাদের হার ছিল এই একটিই। কিন্তু এবার কী বাংলাদেশ পারবে ঘরের মাঠে আবার বাঘ হয়ে উঠতে?
ব্যর্থতার মিছিল যেখানে দীর্ঘায়িত, সেখানে আবার যোগ হয়েছে সমালোচনার তীর। যে তীরে ক্ষত-বিক্ষত ক্রিকেটাররা। এখানেই শেষ নয়। ব্যর্থতার মিছিল থেকে মুক্তি পেতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে আছে ব্যাপক পরিবর্তন।
বাদ পড়ার তালিকায় আছেন মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার থেকে শুরু করে লিটন দাস, সৌম্য সরকারও। শেষ দুই জনকে নিয়ে খুব একটা কথা না হলেও মুশফিকুর রহিমের বাদ পড়া নিয়ে কম বেশি কথা হচ্ছে সর্বত্র।
যদিও নির্বাচকরা মুশফিককে দলে না রাখার বিষয়ে ব্যখ্যা দিয়েছিলেন তাকে টিস্ট সিরিজের জন্য বিশ্রামে রাখা হয়েছে যাতে করে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মুশফিুক রহিম নিজেই যখন জানান তাকে বাদ দেয়া হয়েছে, তখন নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
নির্বাচকরা প্রকৃত সত্য জানালে এ নিয়ে বিতর্ক কম তৈরি হতো। ঘটনা আরও আছে। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে ঘুরে-ফিরে বারবার এসেছে মুশফিক প্রসঙ্গ। তিনি বারবার সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
জবাবটা টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন। বলেছেন, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তেএটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’
আবারও আসে মুশফিক প্রসঙ্গ। এবার মাহমুদউল্লাহ বলেন, এই মুহুর্তে আমার মনে হয় সিরিজের আগে এ ধরনের প্রশ্নের কোন জবাব না দেয়াই ভালো। কিন্তু এখানেই শেষ নয়। আবারও আসে মুশফিক প্রসঙ্গ।
এবার মাহমুদউল্লাহর ভেতর চেপে থাকা ক্ষোভের বহি:প্রকাশ ঘটে পরোক্ষভাবে, ‘আমার অবস্থান নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে অনেক কিছু বলতে হবে। যেটা অনেক ভেতরের কথা। যাই হোক আমার কাছে মনে হচ্ছে না এটা এখন বলা উচিত।’
এমপি/এমএমএ