জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২’ এবং ‘এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২’ এ চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জানুয়ারি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২’ এর ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭-৩২ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র গোলরক্ষক নায়েক তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ১৫ ডিসেম্বর একই স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২’ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২-২৬ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র সিপাহী তাজু হাসান শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবি হ্যান্ডবল দলের এই সাফল্যের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে বিজিবি হ্যান্ডবল দলকে উৎসাহ যোগান।
উল্লেখ্য, বাংলাদেশে হ্যান্ডবলের জন্মলগ্ন থেকে বিজিবি জাতীয় পর্যায়ে নিয়মিতভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছে। বিজিবি ১৯৮৩ থেকে এ পর্যন্ত ৩৩টি জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩০ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বর্তমানে বিজিবি’র ৯ জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে রয়েছে।
কেএম/এএস
