অস্ট্রেলিয়ান ওপেনের আগে ইনজুরিতে রাডুকানু
গত বছর পাঁচ বার ইনজুরির কারণে কোর্ট থেকে অবসরে গিয়েছিলেন এমা রাডুকানু। কঠিন সময় পেছনে ফেলে নতুন উদ্যোমে লড়াইয়ে ফিরেন ব্রিটিশ গ্ল্যামার-গার্ল। কিন্তু চোট পিছু ছাড়ল না তার। অস্ট্রেলিয়ান ওপেনের আগে ফের ইনজুরিতে পড়েছেন তিনি। তাতে কান্নায় ভাসলেন রাডুকানু।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৬ জানুয়ারি। টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই অকল্যান্ডে খেলছিলেন রাডুকানু। এএসবি ক্লাসিকের দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিল কুজমোভা। প্রথম সেট ৬-০ গেমে জেতার পর দ্বিতীয় সেট ৫-৭ গেমে হারেন এই ব্রিটিশ কন্যা। এর পরই বাঁ গোড়ালিতে গুরুতর আঘাত পান রাডুকানু।
কোর্টে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তৃতীয় সেট শুরুও করেন এই ২০ বছর বয়সী টেনিস কন্যা। কিন্তু পরক্ষণেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই সময় তার সঙ্গী হয় কান্না।
বছরের প্রথম গ্র্যান্ড স্লামের আগে ইনজুরিতে পড়ায় ওয়ার্ম-আপ টুর্নামেন্টের কোর্টকে দুষলেন রাডুকানু। অকল্যান্ডে বৃষ্টির কারণে প্রতিযোগিতাটি ইনডোর স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়। সেখানকার কোর্টের মান নিয়ে মোটেও খুশি নন ব্রিটিশ তরুণী।
রাডুকানু বলেছেন, ‘আমি গত কয়েক মাসে অনেক শারীরিক পরিশ্রম করেছি। ভালো অনুভব করছিলাম এবং আশাবাদীও ছিলাম। খুব ভালো টেনিস খেলছিলাম। গোড়ালির এই চোট খুব হতাশাজনক। এটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন।’
নাম্বার ওয়ান ব্রিটিশ তারকা আরও বলেন, ‘কোর্টগুলো অবিশ্বাস্যভাবে খুব পিচ্ছিল ছিল। তাই সত্যি বলতে এটা অবাক হওয়ার কিছু নেই যে এটি (চোটাক্রান্ত হওয়া) কারো সঙ্গে ঘটেছে। কয়েকদিন পর (ইনজুরির) অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর দেখা যাক কি হয়।’
এসআইএইচ