দেশে বীরোচিত অভ্যর্থনা পেল মরক্কো দল

কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো ফুটবল দল দেশে ফেরার পর বীরোচিত অভ্যর্থনা পেয়েছে। দেশটির লাখ লাখ জনতা তাদেরকে বীরের বেশে বরণ করে নিয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) মরোক্কোর জাতীয় ফুটবল দল রাজধানী রাবাতে পৌঁছালে হাজারো সমর্থক আলোক শিখা ও উল্লাস শুরু করে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম আরব বা আফ্রিকান দল মরক্কো।
ছাদখোলা বাসে চড়ে শহর ঘুরেন খেলোয়াড়রা। তাদের সামনে পেছনে ছিল পুলিশের প্রহরা। হাজার হাজার জনতার উল্লাসে কানফাটার জোগাড়। আতশবাজিও ফুটে রাবাতের আকাশে।
মেকনেস শহরের ২৭ বছর বয়সী ওয়েটার অ্যাডাম নাজাহ বলেন, ‘আমি আমাদের দলের জন্য খুব গর্বিত। কে জানে হয়ত পরেরবার তারা কাপ জিততে পারে’।
তিনি বলেন, ‘এই ঐতিহাসিক দিনটি উপভোগ করতে এবং বিশ্বকাপে মরক্কোর সুন্দর গল্প উদযাপন করতে ৯০ মাইল ভ্রমণ করেছি। অনেক সমর্থক, দলের কিট পরে এবং লাল পতাকা নেড়ে, তাদের নায়কদের দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল’।
মরক্কো ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে। সেখানে স্পেন ও পর্তুগালকে হারিয়ে শেষ চারের দেখা পায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোটদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানে ২-১ গোলে।
সেমিফাইনালিস্টদের নিমন্ত্রণ করেছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। রয়্যাল প্যালেসে মরক্কান ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, দলের কোচ ও খেলোয়াড়দের পুরস্কৃত করবেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে তাদের মায়েরাও থাকবেন।
আরএ/
