টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে আর্জেন্টিনা
সেমি ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল দেখা হবে। এ রকম স্বপ্নে বিভোর ছিলেন ফুটবলপ্রেমীরা। দুই দলের কোয়ার্টার ফাইনালে খেলা একইদিনে হওয়াতে সেখানে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল সর্বত্র।
কিন্তু শুরুতেই তাদের হতাশ হয় প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল হেরে গেলে। ব্রাজিল সমর্থকদের হতাশায় ডুবিয়ে মধ্যরাত আসার আগেই রাত গভীর হয়ে যায়। কিন্তু রাতে আর্জেন্টিনার খেলা থাকায় রাতের নিস্তব্ধতা আর থাকেনি।
তবে তাদের মনে একটা শঙ্কা ছিল ব্রাজিলের মতো পরিণতি আর্জেন্টিনার হয় কি না? শেষ পর্যন্ত সেই পথে আর হাঁটতে হয়নি আর্জেন্টিনাকে। টাইব্রেকারে গোল রক্ষক ইমি মার্টিনেজ প্রথম দুইটি শট আটকে দিয়ে আর্জেন্টিনার জয়ের রাস্তা পরিষ্কার করে তোলেন। পরে আর্জেন্টিনা জিতে ৪-৩ গোলে।
নির্ধারিত সময় খেলা ২-২ গোলে ড্র ছিল। আসছে ১৩ ডিসেম্বর লুসাইল আকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ফাইনালে উঠার মিশনে প্রথম সেমি ফাইনালে মুখেমুখি হবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
এমপি/এমএমএ/