দল আরও গর্জে ওঠে আমার পেনাল্টি মিসের পরই: মেসি
পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে পেনাল্টি থেকে গোল মিস করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টাইন সুপারস্টারের মতে, তার পেনাল্টি মিসের পরই গর্জে ওঠে পুরো টিম। ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডকে আক্রমণের পর আক্রমণে চাপে ফেলে দেয় আর্জেন্টিনা। ভাগ্য সঙ্গে না থাকায় গোলের দেখা পাচ্ছিল না। ৩৯ মিনিটে মেসিকে ফাউল করায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।
হতাশা ভর করে মেসির মুখে।
ফিরে আসে পুরনো দুঃসহ স্মৃতি। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। মেসির পেনাল্টি মিসে ঐ ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তারপরও গ্রুপ পর্বের বাধা টপকে গিয়েছিল তারা।
মেসির মতে, পোল্যান্ডের বিরুদ্ধে তার পেনাল্টি মিসে দল গোলের জন্য আরও বেশি উদগ্রীব হয়ে উঠে।
মেসি বলেন, ‘পেনাল্টি মিস করায় আমি রেগে ছিলাম। আমার ঐ ভুলের পর দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠে।’
তিনি আরও বলেন, ‘আমি জানতাম, প্রথম গোল হয়ে গেলে খেলার চিত্র বদলে যাবে। আগের ম্যাচের জয় আমাদের শান্তি ও স্বস্তি দিয়েছে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম।’
দলের তরুণদের প্রশংসা করতেও ভুল করেননি মেসি। তিনি বলেন, ‘শুরু থেকেই বলে আসছি যারা দলে আসছে তারা ভালোভাবে জানে কার কি করতে হবে। সকলেই প্রস্তুত হয়ে দলে এসেছে। এটিই এই দলটির শক্তির জায়গা। ঐক্যবদ্ধ থাকা ও দলের প্রয়োজনে নিজেকে উজার করে দেওয়া।’
শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঐ ম্যাচ নিয়ে সতর্ক মেসি। তিনি বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে। এখন আরেকটি বিশ্বকাপ শুরু হলো আমাদের। আশা করি আমরা আজকে যেভাবে খেলেছি, চালিয়ে যেতে পারব।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বেশ কঠিন হবে। যেকেউ যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। সবাই এ পর্যায়ে সমান। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। যেমনটা আমরা সবসময় নিয়ে থাকি।’
নক-আউটপর্বেও আর্জেন্টিনার প্রতি ভক্তদের আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন মেসি। যেমনটা সৌদি আরবের সাথে হারের পর বলেছিলেন তিনি, ‘আমরা হার দিয়ে শুরুর পর যা বলেছিলাম ভক্তদের সেই একই কথা বলছি। আমাদের প্রতি আস্থা রাখতে। আমরা শান্ত আছি। দল এভাবেই খেলবে এবং আশা করি আজকের খেলাটা ধরে রাখতে পারব।’
এমএমএ/