গোলোৎসবে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
মাঠে ফিরতেই রঙ ছড়াল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুনে গুনে ছয়বার বল পাঠায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জালে। শনিবার (৮ এপ্রিল) সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় পর্বের শুরুতে গোলোৎসব করেছে সাদা-কালোরা।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে মোহামেডান। চলতি লিগে এটা তাদের চতুর্থ জয়। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের পঞ্চম স্থানে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের অবস্থান ৯ নাম্বারে।
গত সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরে মুক্তিযোদ্ধা সংসদ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষতক হারে রাজা ইশার শিষ্যরা। এবার লিগে ফিরে একই গল্পের জন্য জন্ম দিল ক্লাবটি। কেননা, মোহামেডানের গোলোৎসবের ম্যাচে শুরুতে লিড পেয়েছিল তারা।
ম্যাচের অষ্টম মিনিটে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন আতিকুজ্জামান। হেডে লক্ষ্যভেদ করেন তিনি। তবে ম্যাচজুড়ে রাজত্ব করার সৌভাগ্য হয়নি রাজার শিষ্যদের। মোহামেডানের গোলোৎসবের শুরু ২২ মিনিটে। সতীর্থদের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান দিয়াবাতে।
শুরুতে পিছিয়ে পড়াও মোহামেডান বিরতিতে যায় ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে। ৩৬ মিনিটে সাদা-কালোদের ব্যবধান দ্বিগুন হয় দিয়াবাতের দ্বিতীয় গোলে। বিরতির আগ মুহূর্তে, ৪২ মিনিটে দর্শণী এক গোল করেন মুজাফফরভ। ৪০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। ৫২ মিনিটে দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোলটি পেনাল্টি থেকে করেন তিনি। চলতি লিগে এটি মালির এই ফরোয়ার্ডের দ্বিতীয় হ্যাটট্রিক। দিয়াবাতে জাদুর পর এমানুয়েল সানডে এবং সাজ্জাদ হোসেনের স্ট্রাইকে ৬-১ গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের।
/এএস