লিভারপুলের মাঠে রিয়ালের যত রেকর্ড
আনফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলেখেলা করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিকদের ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে ইতিহাস গড়েছে রিয়াল। একইসঙ্গে জোড়া গোলে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র।
আনফিল্ডে ৫ গোল করা প্রথম দল রিয়াল
দুই গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র এবং এদের মিলিতাও। এরপর করিম বেনজেমার জোড়া গোলে রেকর্ড বুকে নাম লেখায় স্প্যানিশ জায়ান্টরা। সফরকারী প্রথম ইউরোপিয়ান দল হিসেবে আনফিল্ডে ৫ গোল করার কীর্তি গড়েছে রিয়াল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটা দ্বিতীয় বড় হার লিভারপুলের। গত সেপ্টেম্বরে গ্রুপপর্বে আনফিল্ডে নাপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল অলরেডরা।
অনন্য উচ্চতায় বেনজেমা
মঙ্গলবার রাতে জোড়া গোলে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন বেনজেমা। ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে লিভারপুলের বিপক্ষে যেকোনো খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ ৬ গোল এখন এই ফরাসি স্ট্রাইকারের। দিদিয়ের দ্রগবার রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা। এই তালিকার দ্বিতীয় স্থানে ভিনিসিউস। প্রথম লেগে জোড়া গোলের সুবাদে অলরেডদের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মোট গোল এখন ৫।
মেসির রেকর্ডে বেনজেমার ভাগ
ফরাসি ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের বেশিরভাগ সময় ইনজুরিতে ছিলেন। চোট কাটিয়ে মাঠে ফিরতেই পেলেন জালের দেখা। টানা ১৮টি চ্যাম্পিয়নস লিগ অভিযানে গোল পেলেন বেনজেমা। এটি লিওনেল মেসির অল-টাইম রেকর্ডের সমান।
ক্রুইফের পর ভিনিসিউস
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের হৃদয় ভেঙেছিলেন ভিনিসিউস। মঙ্গলবার রাতে একই মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ফের অলরেডদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেন ব্রাজিলিয়ান তারকা। একইসঙ্গে একটি রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। ইয়োহন ক্রুইফের পর সর্বকনিষ্ঠ সফরকারী ফুটবলার হিসেবে আনফিল্ডে ইউরোপিয়ান ম্যাচে কমপক্ষে দুই গোল করলেন ভিনিসিউস।
যেখানে ভিনিসিউস দ্বিতীয়
চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ভিনিসিউস। এর আগে সেল্টিক ও লিপজিগের বিপক্ষে জালের দেখা পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইতিহাসে রাউলের পর দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপ সেরা টুর্নামেন্টে টানা তিন ম্যাচে গোল পেয়েছেন ভিনিসিউস। রাউল এই কীর্তি গড়েছিলেন ১৯৯৯ সালে। তখন তার বয়স ছিল ২২ বছর ১৬৩ দিন।
রিয়ালের সেরা প্রত্যাবর্তন
নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস গড়েছে রিয়াল। অন্তত দুই গোলে পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন গোল ব্যবধানে জয়ের রেকর্ড হয়েছে আনফিল্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে সূচি বিবেচনায় এমন ঘটনা এবারই প্রথম। লিভারপুলের বিপক্ষে রিয়ালের ৫ গোল এসেছে ২১ থেকে ৬৭ মিনিটের মধ্যে- প্রতি ৯ মিনিটে একটি গোলের অসাধারণ গড়।
এসজি