ভারতকে ১৯৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের টুর্নামেন্টে এর আগেও খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সর্বোচ্চ ছিল ২২৮ রান। দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে সেই সংগ্রহ পর্যন্তও যেতে পারেনি আজিজুল হাকিমের দল। গুটিয়ে গেছে ১৯৮ রানে। অর্থাৎ, শিরোপার লড়াইয়ে ভারতরে লক্ষ্য ১৯৯ রান।
রোববার (৮ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় দল।
ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় যুবা টাইগাররা। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম সিদ্দিক। এরপর ক্রিজে আসা আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন জাওয়াদ আবরার। তবে ব্যর্থ হন তিনি।
দলীয় ৪১ রানে ৩৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জাওয়াদ। এ দিন বড় স্কোর করতে ব্যর্থ হন পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে থাকা অধিনায়ক আজিজুল তামিম। দলীয় ৬৬ রানে ২৮ বলে ১৬ রান করে আউট হন তিনি।
এরপর শিহাব জেমস ও রিজান হোসেন মিলে দলের হাল ধরেন। রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৬২ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১২৮ রানে ৬৭ বলে ৪০ রান করে আউট হন জেমস। তার বিদায়ের পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে।
১৬৭ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ধুঁকত থাকে বাংলাদেশ। দেবাশীষ দেবা ১, রিজান ৪৭, সামিউন বশির ৪ ও আল ফাহাদ ১ রান করপ সাজঘরে ফিরে যান। এরপর মারুফ মৃধাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান ফরিদ হাসান। ৩৯ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১৯৭ রানে ৪৯ বলে ৩৯ রান করে আউট হন ফরিদ। শেষ ব্যাটার হিসেবে ইকবাল ইমন আউট হলে ৪৯ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।