বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শহীদ আবু সাঈদের স্মরণে মাসকাট তৈরি, মুগ্ধকে নিয়েও বিসিবির বিশেষ পরিকল্পনা

ছবি: সংগৃহীত

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ সরকার। এই আন্দোলনে শহীদ হয়েছেন অসংখ্য শিক্ষার্থী। তাদের মধ্যে আলোচিত দুটি নাম আবু সাঈদ ও মুগ্ধ। তাই আসন্ন বিপিএলকে কেন্দ্র করে এই দুই শহীদকে বিশেষভাবে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাংলাদেশে যে ছয়জন নিহত হয়েছেন, তাদেরই অন্যতম হচ্ছেন আবু সাঈদ। যার মূল কারণ ঘটনার সময় ধারণ করা কিছু ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যায় যে, পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে সাঈদ পাখির ডানার মতো হাত দুটি উঁচিয়ে বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। আর পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে। সাঈদ দাঁড়িয়ে ছিলেন ফটক থেকে সামান্য দূরে রাস্তার মাঝখানে।

এমন সময় পুলিশের সদস্যরা হঠাৎ রাবার বুলেট ছুড়তে শুরু করেন। তখন সাঈদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন। এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সাঈদের মৃত্যু হয় এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদের এই সাহস দেখানোর পরই আন্দোলনের মোড় ঘুরে যায়। তাই বিপিএলের মাসকাট তৈরি করা হয়েছে আবু সাঈদকে স্মরণ করে। যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। পাখির ডানার মতো হাত দুটি উঁচিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মাসকাটে। এ ছাড়াও স্টেডিয়ামে লঞ্চ করা হবে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড।’

রোববার ( ১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাসকাট। সেখানেই এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আবু সাঈদ শহীদ হওয়ার দুই দিন পর গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীদের হাতে সেদিন পানির বোতল তুলে দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)।

টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এর মাত্র ১৫ মিনিটের মাথায়, ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিঁধে; শহীদ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুগ্ধ।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুগ্ধর বলা শেষ বাক্যটি ‘পানি লাগবে পানি’। আর মুগ্ধর এই আত্মত্যাগকে স্মরণ করে রাখতে চায় বিসিবিও। তাই বিপিএলে দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি। এর আগে দর্শক বাড়তি টাকা দিয়ে পানি কিনতে হতো।

এ ছাড়াও দর্শকদের মাঠমুখি করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন। যেমন, ফ্যান এনগেজমেন্ট-সোশ্যাল কনটেস্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাকটিভিশন, ইন ভেন্যু ফ্যান এনগেজমেন্ট-গেমস অ্যান্ড গিভ-অ্যাওয়ে (গিফট), ম্যাচ চলাকালীন ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভওয়ে (গিফট), ডিজিটাল ওয়াচপার্টিস এবং কমেন্ট্রি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

Header Ad
Header Ad

হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর রেলওয়ে হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ তানজিলুর রহমান বলেন, "ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।"

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রবিউল, মো. সাজিদুল, বাপ্পি, মো. বাবুল হোসেন এবং মো. ইসলামকে গ্রেফতার করা হয়।

তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১টি .২২ মি.মি. রাইফেল, ১টি হইসু দা এবং ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের গ্রেফতারের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি