শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | ২ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি তার অর্ধেকেরও কম

ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গত রাতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। দুইয়ে থাকা মেসি আয় করেন রোনালদোর অর্ধেকেরও কম। এক বছর ধরে মাঠের বাইরে থাকলেও তালিকায় তিনে থাকা ফুটবলার নেইমার।

২০২৪ সালে রেকর্ড ২৮৫ মিলিয়ন ডলার (৩ হাজার ৪১৬ কোটি ৩৯ লাখ টাকা) আয় করেছেন রোনালদো। যা এর আগের বছরের তুলনায় ২৫ মিলিয়ন (২৯৯ কোটি ৬৮ লাখ টাকা) বেশি। এর মধ্যে মাঠ থেকে ২২০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৬৫ মিলিয়ন ডলার।

দুইয়ে থাকা মেসি আয় করেন রোনালদোর অর্ধেকেরও কম। তার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। মাঠ থেকে ৬০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। তালিকার তিনে থাকা নেইমার গত এক বছর ধরে মাঠের বাইরে। তারপরও তার আয় ১১০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৮০ মিলিয়ন ও মাঠের বাইরে থেকে আয় ৩০ মিলিয়ন ডলার।

চারে থাকা করিম বেনজেমা খেলেন সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে। তার আয় ১০৪ মিলিয়ন ডলার। মাঠ থেকে আয় ১০০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে তার আয় ৪ মিলিয়ন। পারিশ্রমিকে পাঁচ নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় ৯০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৭০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে ২০ মিলিয়ন ডলার আয় করেন তিনি।

এ ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন আর্লিং হালান্ড (৬০), ভিনিসিয়ুস জুনিয়র (৫৫), মোহাম্মদ সালাহ (৫৩), সাদিও মানে (৫২) ও কেভিন ডি ব্রুইনা (৩৯)।

Header Ad

প্রধান উপদেষ্টা সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের ক্ষত অপসারণের চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকার সিএমএইচে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য একটি ছোট চিকিৎসা পদ্ধতি দিয়ে গেছেন। আজও পুনরায় চিকিৎসা নিয়েছেন তিনি।

চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

Header Ad

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই সংঘর্ষের সময় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং তিনজন স্টাফ সার্জেন্ট পদমর্যাদার ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহতদের নাম মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে এই সংঘর্ষে একজন অফিসার এবং আরও দুই সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

গত ১ অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ মাঝে মাঝে ইসরায়েলে হামলা চালাচ্ছে। গত মাসের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে, যা এখনো অব্যাহত রয়েছে।

Header Ad

২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

২০২৫ সালের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের প্রক্রিয়া চলছে, কারণ মানুষ এই আইনের নামও শুনতে চায় না। এছাড়া তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কোনো কথা তিনি কখনো বলেননি।

বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেন, এই চুক্তি ভারত যদি মানে, তবে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। চুক্তি অনুযায়ী সঠিকভাবে প্রক্রিয়া মানলে তারা বাধ্য থাকবে।

ঢালাও মামলার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ সহযোগিতায় গায়েবি মামলা করা হতো, যা তখনকার বিরোধীদলের সদস্যদের বিরুদ্ধে দেওয়া হতো। বর্তমানে যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছিল, তারাই এখন ঢালাও মামলা করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কাজ করছে যাতে নিরাপরাধ কেউ শাস্তি না পায়।

ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে ড. নজরুল বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না। তবে এই বিষয়ে বড় ধরনের জনমত গড়ে উঠলে তখনই তাদের নিষিদ্ধ করা হতে পারে। গণমাধ্যমে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং দেশবাসী তা দেখেছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি সাকিব আল হাসান সম্পর্কে বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হলেও, যখন দেশে আন্দোলন চলছে এবং মানুষ জীবন হারাচ্ছে, তখন তিনি ব্যক্তিগত আনন্দ উপভোগের পোস্ট দিয়েছেন যা অনভিপ্রেত ছিল।

বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সাথে এয়ারপোর্টে খারাপ আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আগে প্রবাসীদের সাথে খুব খারাপ আচরণ করা হতো। তাদের জন্য ভিআইপি সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন এবং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের জন্য আলাদা লাউঞ্জ তৈরি হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টা সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন
হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত
২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্রসীমায়: জাতিসংঘের প্রতিবেদন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'ডানা'র আশঙ্কা, আঘাত হানতে পারে ২৪-২৬ অক্টোবরের মধ্যে
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে খুনিকে আশ্রয় দেয়া: রিজভী
মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে কাজ, ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক
অক্টোবরেই দেশের বাজারে আসছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড, কত দাম?
বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি তার অর্ধেকেরও কম
হামাসপ্রধান সিনওয়ারের ‘শেষ মুহূর্তের’ ড্রোন ভিডিও প্রকাশ করল ইসরায়েল
দর্শনায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
ভালোবাসুন বা ঘৃণা করুন, আমি পরোয়া করি না: সাকিব
কুবির শেখ হাসিনা হল পেল নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর
ডিমের পর এবার মুরগির দামে ঊর্ধ্বগতি
বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আব্দুল মালেক
ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টি, হুঁশিয়ারি সংকেত
বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান
স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যাম মারা গেছেন
ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল