বিপিএলের সাত দলের অধিনায়কত্বে যারা
ছবি: সংগৃহীত
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে অংশগ্রহণ করছে ৭ দল। টুর্নামেন্টকে সামনে রেখে হয়ে গেল ট্রফি উন্মোচনটাও। আর সেখানেই স্পষ্ট হয়ে গেল, এবার কোন দল খেলবে কোন অধিনায়কের অধীনে।
নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে।
একইরকম চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান আছেন রংপুরে, তবুও দলকে নেতৃত্ব দেবেন গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা ফিট না হলে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে। তবে আজ ট্রফি উন্মোচনে সিলেট দলের পক্ষে এসেছিলেন মোহাম্মদ মিঠুন। মাশরাফির খেলা না হলে মিঠুনও নেতৃত্ব দিতে পারেন সিলেটকে।
এদিকে বরিশালকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী তামিম ইকবালই নেতৃত্ব দেবেন দলকে। এনামুল হক বিজয় নেতৃত্ব দেবেন খুলনা টাইগার্সকে।
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ। এবারো বিপিএলের ভেন্যু তিনটি- 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।