আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে—এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ২৬ মার্চ দেশের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
তিনি আরও বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুটি দিন যথাযথ মর্যাদায় পালন করতে হবে।
নতুন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিশ্বে বাংলাদেশের কদর আরও বাড়বে। এ লক্ষ্য অর্জনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”
