বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নিলাম শেষে যেমন হলো আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

ছবি সংগৃহীত

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিন ও শরিফুলকে আইপিএলের জন্য ছাড়তে রাজি হয়নি বিসিবি। যার ফলে নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে বল হাতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বাঁহাতি এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদের পর এবারে মহেন্দ্র সিং ধোনির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ। এদিকে মিনি নিলামে স্যাম কারানের রেকর্ড ভেঙেছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়ে সবাইকে চমকে দেয় হায়দ্রাবাদ। তবে তার সেই রেকর্ড টেকেনি এক ঘণ্টাও।

গুজরাট টাইটান্সের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। তাতে করে বিশ্বকাপজয়ী স্টার্কই এখন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। বড় দাম হাঁকিয়েছেন ড্যারিল মিচেল, হার্শাল প্যাটেল, ট্রাভিস হেডরা। তবে দুবার নাম তুললেও দলে পাওয়া হয়নি স্টিভ স্মিথের।

নিলাম শেষে ১০ দলের স্কোয়াড:

কলকাতা নাইট রাইডার্স-

রিটেইন– নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুহাশ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কেটেস আইয়ার, হার্শিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম- চেতন সাকারিয়া, কেএস ভরত, মিচেল স্টার্ক, আঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন।

মুম্বাই ইন্ডিয়ান্স-

রিটেইন– হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, স্যামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকিয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড।

নিলাম- জেরাল্ড কোয়েতজে, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুসারা, নোমান ধীর, আনশুল কাম্বোস, মোহাম্মদ নবি, শিবালিক শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

রিটেইন– ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মাহিপাল লমরোর, মনোজ ভান্ডাগে, কার্ন শর্মা, মায়াঙ্ক ডাগার, বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, রাজন কুমার, হিমাংশু শর্মা।

নিলাম- আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নীল সিং, সৌরভ চৌহান।

চেন্নাই সুপার কিংস-

রিটেইন– ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, আজিঙ্কা রাহানে, শিভম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), দীপক চাহার, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকার, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমারজিৎ সিং, শেখ রশিদ এবং মিচেল স্যান্টনার।

নিলাম- রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভী, মুস্তাফিজুর রহমান, আভানিশ রাও।

দিল্লি ক্যাপিটালস-

রিটেইন– অভিষেক পোরেল, অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গি এনগিদি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, ঋষভ পান্ত, পৃথ্বী শ, সৈয়দ খালিল আহমেদ, ভিকি ওস্টওয়াল এবং ইয়াশ ধুল।

নিলাম- হ্যারি ব্রুক, ট্রিস্টিয়ান স্টাবস, রিকি ভুঁই, কুমার কুশারগা, রাশিখ ধার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।

সানরাইজার্স হায়দরাবাদ-

রিটেইন– আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগারওয়াল, আনমলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক এবং ফজল হক ফারুকি।

নিলাম- জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রীমানিয়েন, আবিদন মুশতাক, নান্দ্রে বার্গার।

পাঞ্জাব কিংস-

রিটেইন– শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ম্যাথু শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ভ টাইডে, রিশি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাডা এবং ন্যাথান এলিস।

নিলাম- ক্রিস ওকস, হার্শাল প্যাটেল, আশুতোষ শর্মা, বিশ্বনাথ সিং, তনয় থাগারাজন, প্রিন্স চৌধুরি, শশাংক সিং, রাইলি রুশো।

গুজরাট টাইটান্স–

রিটেইন- ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।

নিলাম- আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্রা, কার্তিক তিয়াগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিন্স।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-

রিটেইন– লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আইয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, দীপক হুডা, দেবদূত পাডিকাল, রবি বিষ্ণোই, নাভিন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রিয়াঙ্ক মানকাড়, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব এবং মহসিন খান।

নিলাম- শিভাম মাভি, আরশিন কুলকার্নি, মানিমারান সিদ্ধার্থ, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, আরশাদ খান।

রাজস্থান রয়্যালস-

রিটেইন– সাঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জায়সাওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা এবং আভেষ খান।

নিলাম- রভম্যান পাওয়েল, শিভাম দুবে, টম কোহলার-ক্যাডমোর।

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Header Ad
Header Ad

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দুই পাসপোর্ট বাতিলের প্রসঙ্গ তুলে ভারত কর্তৃক তার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "দুইটি পাসপোর্ট বাতিল হওয়ার পর কীভাবে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে?" অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর আবেদন করা হলেও ভারত তাকে দেশে ফেরত না পাঠিয়ে উল্টো ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাকে পুরস্কৃত করেছে বলে দাবি করেন তিনি।

দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী শেখ হাসিনার শাসনামল ও তার রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে লাশের রাজনীতি চালু ছিল এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার ছাত্রলীগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভীতির পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দলের কেউ রাজনীতি করতে পারত না।

শেখ হাসিনার শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "তিনি এদেশকে একটি ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত করেছিলেন। জনগণের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন ও ভোটকে মূল্য দেননি।" এছাড়া, রিজভী অভিযোগ করেন যে শেখ হাসিনা তার শাসনকালকে "নতুন বাকশাল" আঙ্গিকে সাজিয়েছিলেন এবং তার বাবার পথে হেঁটে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন।

রিজভী তার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও সমালোচনা করেন। শেখ হাসিনা বাংলার মাটিতে টিকে থাকতে পারেননি এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার