সাও পাওলোতে সাকিব, দেখছেন না আইপিএল!
বিষয়টি অবাক করার মতোই। যে আইপিএল খেলার জন্য সাকিব আল হাসান জাতীয় দলের খেলাকেও গৌণ করে দেন। এই আইপিএল খেলার জন্য অনেক বিতর্ককেও মাথা পেতে নিয়েছেন, সেই সাকিব নাকি এবার আইপিএলের খেলা দেখছেনই না!
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে এক কফি শপের উদ্বোধন করতে এসে সাকিব এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।
আইপিএল থেকে নাম প্রত্যাহার করে না নিলে সাকিব এখন ভারতে থাকতেন। কিন্তু না খেলার কারণে তার যে ব্যস্ততা কমে গেছে তা কিন্তু নয়। মোহামেডানের হয়ে খেলছেন। পাশাপাশি তার বাণিজ্যিক কার্যক্রম চলছেই। এরই ধারাবাহিকতায় তিনি আজ হাজির হয়েছিলেন বনানীতে ক্যাফে সাও পাওলোর উদ্বোধন করতে। এর মাালিক সাকিবেরই ক্লাব মোহামেডানের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদ-উজ-জামান।
আজ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের ম্যাচ ছিল ব্রাদার্স ইউনিয়েনের সঙ্গে। টানটান উত্তেজনার ম্যাচে মোহামেডান কোনো রকম হার এড়িয়ে ১০ রানে জিতে। সেখান থেকে সাকিব পরে এসে যোগ দেন এই অনুষ্ঠানে। তার সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার।
এ দিন সাকিব ছিলেন বেশ হাসি-খুশি। সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন হাসি-ঠাট্টা করে। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করার পর এবার তাদের বিপক্ষেই ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের তিন ম্যাচ খেলতে আগামী মাসে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেই দল ঘোষণা করা হয়েছে রবিবার। অথচ সাকিব নাকি জানেন-ই না দল ঘোষণার খবর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল ঘোষণা হয়ে গেছে! কেমনে? আমি কোথা থেকে জানব? আমি জানি না! আসলেই জানি না।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, আগেও ওদের ওখানে গিয়েছি। ৩-০ তে জিতেছিলাম মনে হয়। তো চেষ্টা থাকবে একই রেজাল্ট করার। যদিও ডিফারেন্ট কন্ডিশন। ইংল্যান্ডে খেলা। চেষ্টা থাকবে যেভাবে আমরা ওয়ানডে খেলেছি, সেভাবে খেলতে। যেহেতু আমাদের ওয়ানডে দলটা খুবই স্ট্রং। আশা করি আমরা ভালো রেজাল্টই করব।
আইপিএলে সাকিব যাননি। কিন্তু লিটন দাস প্রথমবারের মতো খেলবেন। তিনি গেলে একই দলে খেলতেন দুইজনেই। তার পরামর্শ, অভিজ্ঞতা অনেক কাজে লাগত লিটনের। কিন্তু সাকিব লিটনকে কোনো রকমের পরামর্শই দেননি। তিনি বলেন, কোনো পরামর্শও দেইনি, কোনো কথাও হয়নি। লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, তা ওয়ার্ল্ড কাপে অনেক কাজে আসবে। সে যদি সুযোগ পায় আমি চাইব সে যেন এনজয় করে। চাপ হিসেবে না নিয়ে এনজয় করে, ওর মতো খেলতে পারে, তাহলে সে সফল হবে।
কফির জন্য বিখ্যাত ব্রাজিল। আর ব্রাজিলের একটি বিখ্যাত শহর হলো সাও পাওলো। সেই শহরের নামেই বাংলাদেশে এই কফি শপের নামকরণ করা হয়েছে। এর প্রথম শাখা উদ্বোধন করা হয়েছিল ধানমন্ডিতে। ক্রিকেটাররা এই কফি নিয়েও কথা বলেন। সাকিব বলেন, নতুন একটি শপ। আমার বাসার খুব কাছেই। আশা করি এখানে নিয়মিত আসা হবে। নতুন নতুন কফির স্বাদ নেওয়া হবে।
মেহেদি হাসান মিরাজ বলেন, এখানে এসে খুবই ভালো লাগছে। নতুন একটি অভিজ্ঞতা। নেক্সট টাইম পরিবার নিয়ে আসব।
সৌম্য সরকার বলেছেন, এখন পর্যন্ত একটা জিনিস খেয়েছি। ভালো লেগেছে। কফি ট্রাই করব। আশা করি ভালো হবে।
এমপি/এসজি