বিপিএল খেলার সুফল পেয়েছেন মালান
গত মাসে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। ওই টুর্নামেন্টে ছিলেন ডেভিড মালান, যার সেঞ্চুরিতে বুধবার ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচ উইনিং ইনিংসের এই ব্যাটার জানালেন, বিপিএল খেলার সুফল পেয়েছেন তিনি।
বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই ম্যাচ খেলেছেন মালান, যিনি ইংল্যান্ডকে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে নিয়েছেন ১-০ ব্যবধানে। মিরপুরে ২১০ রান তাড়ায় বড় বিপদে পড়েছিল সফরকারীরা। এক পর্যায়ে ৫ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১০৩ রান।
ইংল্যান্ডের সংগ্রহ যখন ১৬৭ তখন পতন হয় তাদের সপ্তম উইকেটের। তাতে জয়ের স্বপ্নই উঁকি দিয়েছিল টাইগার শিবিরে। কিন্তু সেই সম্ভাবনা অন্ধকারে মিলিয়ে যায় মালানের ১১৪ রানের ইনিংসে। ইংল্যান্ডও জিতে ৩ উইকেট ব্যবধানে।
ম্যাচের পর মালান বলেছেন, ‘বিভিন্ন কন্ডিশনে আপনি যত বেশি খেলতে পারবেন, আপনার খেলা তত ভালো হবে। আপনি অতীতে সফল হন বা না হন, বিভিন্ন কন্ডিশনে শেখার জন্য এটি দুর্দান্ত। এখানে আমার কিছু অভিজ্ঞতা আছে। এটি কোনো সহজ উইকেট নয়।’
বাংলাদেশের লিস্ট-এ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার অভিজ্ঞতাও রয়েছে মালানের। ডিপিএলের ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাও সামনে তুলে ধরেন ইংলিশ ব্যাটার।
মালান বলেছেন, ‘তাদের এখানে দুটো মৌসুম খেলা দুর্দান্ত ছিল। এটা আমার খেলায় সাহায্য করেছে। ইংল্যান্ডের আপনি বল অনেক বেশি স্কোয়ারে খেলতে পারেন। এখানে দিনে উইকেট স্কিডি থাকে। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও ভালো হয়। ইংল্যান্ডে খেলার চেয়ে আমাকে ভিন্নভাবে স্পিন খেলতে শিখতে হয়েছিল।’
এসএন