কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম শাহ
বিপিএলের ঘোর এখনো কাটেনি নাসিম শাহ। তাই তো ভুল করে কুয়েতা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে নেমে মাথায় পড়েন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট। অদ্ভুত এই কাণ্ড ঘটিয়ে শাস্তি পেতে হয়েছে তাকে।
বিপিএলের নবম আসর মাতিয়ে নাসিম এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ঘরোয়া টি-টোয়েন্টি লিগের অষ্টম আসরে গত বুধবার তার দলের প্রতিপক্ষ ছিল মুলতান সুলতানস। ওই ম্যাচেই কুমিল্লা হেলমেট করে ব্যাটিংয়ে নামেন নাসিম।
২০ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ১ রান করে বোল্ড হন ম্যাচসেরা হওয়ার ইহসানউল্লাহর বলে। ওই ম্যাচটি ৯ উইকেটে ব্যবধানে হেরে যায় কুয়েতা। দলের হারের পর এবার শাস্তি পেলেন নাসিম। জরিমানা হিসেবে ম্যাচ ফি’র ১০ শতাংশ অর্থ দিতে হবে তাকে।
সদ্য সমাপ্ত বিপিএল কুমিল্লার প্রতিনিধিত্ব করেছেন পাকিস্তানি পেসার। তার দলের শিরোপা উল্লাসে থাকার সৌভাগ্য হয়নি নাসিমের। তার আগেই যোগ দিতে হয় পিএসএলে।
এসএন